নয়াদিল্লি: তাঁর বহুমুখী প্রতিভার জন্য ইতিমধ্যেই ভারতের আট থেকে আশির মন জয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui)। তাঁর কাছে জাতীয় ও আন্তর্জাতিক একাধিক পুরস্কার লাভও নতুন কিছু না। এখন গোটা সিনেপ্রেমী বিশ্বের নজর যখন কান চলচ্চিত্র উৎসবে (Cannes Film Festivals), সেখানে দাঁড়িয়ে 'ফ্রেঞ্চ রিভেরা ফিল্ম ফেস্টিভ্যাল'-এ (French Riviera Film Festival) তাঁর উপস্থিতি নজর কাড়ছে।


'কান উৎসব'-এ সম্মানিত নওয়াজ


সম্মানীয় ফ্রেঞ্চ রিভেরা ফিল্ম ফেস্টিভ্যালে 'এক্সেলেন্স ইন সিনেমা'য়ব সম্মানিত হলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। তাঁর হাতে পুরস্কার তুলে দিলেন দুবারের এমি অ্যাওয়ার্ড বিজয়ী মার্কিন অভিনেতা ও প্রযোজক ভিনসেন্ট ডি পল। স্বভাবতই এত বড় সম্মান পেয়ে অভিভূত অভিনেতা।


তবে বিদেশের মাটি থেকে সম্মানিত হয়ে দেশে এই প্রথম ফিরছেন না নওয়াজ। এর আগে কান ফিল্ম ফেস্টিভ্যালে দেশের পক্ষ থেকে পুরস্কার নেওয়ার জন্য নওয়াজ প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছিলেন।


এদিন সোশ্যাল মিডিয়ায় এই সম্মান পেয়ে অনুভূতি ব্যক্ত করে পোস্ট করেন। তিনি অনুষ্ঠানের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'ফ্রেঞ্চ রিভেরা ফিল্ম ফেস্টিভ্যালে 'এক্সেলেন্স ইন সিনেমা' অ্যাওয়ার্ড প্রাপ্তি বিস্ময়কর সন্ধেটিকে আরও বিশেষ করে তুলেছে। গোটা পৃথিবীর অসাধারণ সিনে আর্টিস্টদের সঙ্গে সুন্দর সময় কাটালাম।'


 






'ফ্রেঞ্চ রিভেরা ফিল্ম ফেস্টিভ্যাল'-এ যোগদান করে, নওয়াজউদ্দিনকে সারা বিশ্বের শিল্পীদের সঙ্গে উষ্ণ আলিঙ্গন এবং হাসি ভাগ করে নিতে দেখা গেছে। একটি ছবিতে তুর্কি অভিনেতা ক্যানসেন এলচিনের সঙ্গে দেখা গেল তাঁকে।


কর্মক্ষেত্রে নওয়াজউদ্দিন সিদ্দিকিকে এরপর 'টিকু ওয়েডস শেরু', 'নুরানি চেহরা', 'অদ্ভুত' ছবিতে দেখা যাবে।


আরও পড়ুন: Samantha Prabhu: হঠাৎ দড়ি ছিঁড়ে নদীর জলে গাড়ি, শ্যুটিং করতে গিয়ে গুরুতর আহত সামান্থা-বিজয়