​Border Security Force Recruitment 2022: দেশের সেবায় যারা ব্রতী হতে চান, তাদের জন্য রয়েছে সুখবর। বিএসএফ সাব ইন্সপেক্টর ও হেড কনস্টেবল পদের জন্য চাকরির বিজ্ঞপ্তি জারি করেছে। শীঘ্রই নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হবে।


​​BSF Recruitment 2022: কোন পদে কত নিয়োগ ?


বর্ডার সিকিউরিটি ফোর্সের এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সাব ইন্সপেক্টর (মাস্টার) এর 8টি পদ, সাব ইন্সপেক্টর (ইঞ্জিন ড্রাইভার) এর 6টি, সাব ইন্সপেক্টর (ওয়ার্কশপ) 2টি পদ, হেড কনস্টেবল (মাস্টার) 52টি, হেড কনস্টেবল (ইঞ্জিন ড্রাইভার) 64টি পদ। , হেড কনস্টেবল (ওয়ার্কশপ) এর 19টি, কনস্টেবল (ক্রু) এর 130টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।


BSF Recruitment 2022: শিক্ষাগত যোগ্যতা


এই নিয়োগ প্রক্রিয়ায় চাকরিপ্রার্থীকে সাব ইন্সপেক্টর ও হেড কনস্টেবল পদে আবেদন করতে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। একই সঙ্গে ইঞ্জিন চালক পদে আবেদনকারী প্রার্থীদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে।


BSF Recruitment 2022: বয়স পরিসীমা


এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর বয়স 22 বছর থেকে 28 বছরের মধ্যে হতে হবে।


BSF Recruitment 2022: নির্বাচন প্রক্রিয়া


এই পদগুলিতে বাছাইয়ের জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। পরবর্তীকালে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বাছাই করা হবে। পরে প্রার্থীদের একটি শারীরিক/দক্ষতা পরীক্ষা ও মেডিক্যাল পরীক্ষায় বসতে হবে।শেষে নথি যাচাইয়ের জন্য প্রার্থীদের ডাকা হবে।


BSF Recruitment 2022: কীভাবে আবেদন করবেন জানেন ?


এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের বর্ডার সিকিউরিটি ফোর্সের অফিশিয়াল ওয়েবসাইটে bsf.gov.in-এর বিজ্ঞপ্তি দেখতে হবে। প্রার্থীরা অফিশিয়াল সাইটে গিয়ে এটি ডাউনলোড করতে পা। আবেদন করার লিঙ্কটি শীঘ্রই অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া হবে।


আরও পড়ুন : SBI Recruitment 2022: স্টেট ব্যাঙ্কে অবসরপ্রাপ্তদের জন্য চাকরি, এই তারিখের মধ্যে করতে হবে আবেদন


Education Loan Information:

Calculate Education Loan EMI