মুম্বই: এবার শিবসেনা প্রতিষ্ঠাতা প্রয়াত বালাসাহেব ঠাকরের জীবনী নিয়ে ছবি করতে চলেছে বলিউড। ছবির নাম ঠাকরে। নামভূমিকায় রয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি।

ছবি উপলক্ষ্যে গতকাল সন্ধেয় এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, বাল ঠাকরের ছেলে ও শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে ও সাংসদ সঞ্জয় রাউত।

অন্য ছবির শ্যুটিংয়ে মরিসাসে থাকায় অনুষ্ঠানে ছিলেন না নওয়াজ। তবে এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, বাল ঠাকরের মত অসাধারণ ব্যক্তিত্বর চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন তিনি। বিশ্বের যে কোনও অভিনেতা এই সুযোগ পেলে ধন্য হতেন। তিনি নিশ্চিত, বালাসাহেব তাঁকে এই প্রচেষ্টায় প্রেরণা জোগাবেন, আশীর্বাদ করবেন।

দেখুন ছবিটির অফিশিয়াল টিজার


উদ্ধব ঠাকরে ছবির প্রথম প্রমোশনাল পোস্টার সামনে আনেন- পোস্টার দেখে নওয়াজের সঙ্গে বাল ঠাকরের অমিল বার করা কঠিন।

[embed]https://www.instagram.com/p/Bc927asDGyQ/[/embed]

প্রায় ৪ বছর ধরে ছবিটির চিত্রনাট্য লিখেছেন শিবসেনার সঞ্জয় রাউত, পরিচালনায় অভিজিৎ পানসে। রাউতের বিশ্বাস, বালাসাহেবের মত ব্যক্তিত্বর জীবন নিয়ে তৈরি হতে চলা ছবিটি সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় হবে।