মুম্বই: নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে আগেই সম্পর্ক ভেঙে গিয়েছে স্ত্রী আলিয়া সিদ্দিকির। দুজনে বিচ্ছিন্ন এখন। পারস্পরিক তিক্ততার মধ্যে বলিউড অভিনেতা ও তাঁর পরিবারের বিরুদ্ধে আগেই প্রকাশ্যে মারাত্মক অভিযোগ তুলেছেন আলিয়া। এবার তিনি মুম্বইয়ে নওয়াজউদ্দিনের ভাই মিনহাজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে ভাইঝি অর্থাত্ নওয়াজের মেয়েকে পর্নোগ্রাফিক ভিডিও দেখানোর অভিযোগে এফআইআর দায়ের করলেন।
প্রসঙ্গত, নওয়াজউদ্দিন ও তাঁর পরিবার উত্তরপ্রদেশের মুজফফরনগরের বুধানার বাসিন্দা। আলিয়া যে ঘটনার উল্লেখ করে এফআইআর করেছেন, সেটি বুধানাতেই ঘটেছে বলে তাঁর দাবি। নওয়াজউদ্দিনের পরিবারের ৫ সদস্যের নামে এফআইআর করেছেন তিনি ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারা ও শিশু নির্যাতন রোধ আইন পকসোর নানা ধারায়।
আলিয়া জানিয়েছেন, ঘটনাটি যে সময়ের, তখন তাঁর মেয়ের বয়স ছিল ৯। এখন সে ১৭ বছরের। সেসময় মিনহাজউদ্দিন নওয়াজউদ্দিনের উত্তরপ্রদেশের বাড়িতে পর্নোগ্রাফিক ভিডিও ক্লিপ দেখিয়ে তাঁর মেয়ের শ্লীলতাহানি করেন। আলিয়ার এফআইআরে দাবি, নওয়াজউদ্দিন এ ব্যাপারে তাঁর কথায় কোনও গুরুত্বই দেননি,ভাইয়ের পক্ষই নিয়েছেন।
'কুরুচিকর ভিডিও দেখিয়ে ভাইঝির শ্লীলতাহানি', নওয়াজউদ্দিনের ভাইয়ের নামে এফআইআর বিচ্ছিন্না স্ত্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Jul 2020 09:08 PM (IST)
নওয়াজউদ্দিন ও তাঁর পরিবার উত্তরপ্রদেশের মুজফফরনগরের বুধানার বাসিন্দা। আলিয়া যে ঘটনার উল্লেখ করে এফআইআর করেছেন, সেটি বুধানাতেই ঘটেছে বলে তাঁর দাবি।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -