চেন্নাই: টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল হওয়ায় ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে ত্রয়োদশ আইপিএল আয়োজিত হবে বলে বোর্ড সূত্রে খবর। তার জন্য ফ্র্যাঞ্চাইজি দলগুলো প্রস্তুতিও শুরু করে দিয়েছে। শোনা যাচ্ছে, দুবাইয়ে প্রস্তুতি শিবির করতে চাইছে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। যে জন্য চার্টার্ড ফ্লাইটে করে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের উড়িয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছে সিএসকে কর্তৃপক্ষ।

বোর্ড সূত্রে খবর, কেন্দ্রীয় চুক্তির আওতায় থাকা ক্রিকেটারদের জন্য ভারতেই কোথাও প্রস্তুতি শিবির আয়োজিত হতে পারে। দৌড়ে এগিয়ে আমদাবাদের মোতেরা। তবে দলের অন্যান্য ক্রিকেটার ও বিদেশিদের নিয়ে দুবাইয়ে প্রস্তুতি শিবির করার চিন্তাভাবনা শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। সূত্রের খবর, ৮ অগাস্টের মধ্যে দুবাই পৌঁছে যেতে চাইছে সিএসকে। যাতে তার পরের সপ্তাহ থেকে প্রস্তুতি শুরু করে দেওয়া যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক সিএসকে-র একজন বলেছেন, ‘আমরা গোটা দল নিয়ে অগাস্টের ৮ তারিখ দুবাই পৌঁছে যেতে চাইছি। যাতে অগাস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে প্রস্তুতি শুরু করে দেওয়া যায়। তবে বর্তমান পরিস্থিতির জন্য সকলের নিরাপত্তার কথা মাথায় রেখে আমরা চার্টার্ড ফ্লাইট বুক করে গোটা দলকে দুবাই নিয়ে যেতে চাই।’

প্রথমে ২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল আইপিএল। পরে করোনা পরিস্থিতিতে সেটা পিছিয়ে যায়। ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের পর এই টুর্নামেন্টের মধ্যে দিয়েই মাঠে প্রত্যাবর্তন ঘটানোর কথা ধোনির।