নিউ ইয়র্ক: ৫ আগস্ট অযোধ্যায় রামমন্দির নির্মাণের ভূমিপূজা, ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির । তার উদযাপন করতেই সুদূর নিউ ইয়র্কের বিখ্যাত টাইমস স্কোয়ারে রামের ছবি, রামমন্দিরের থ্রি ডি ছবি বিলবোর্ডে প্রদর্শনের উদ্যোগ নিয়েছেন প্রবাসী ভারতীয়রা। প্রসঙ্গত, পর্যটকদের কাছে সবচেয়ে দর্শনীয় স্থানগুলির অন্যতম টাইমস স্ক্যোয়ার।
আমেরিকান ইন্ডিয়া পাবলিক অ্যাফেয়ার্স কমিটির প্রেসিডেন্ট জগদীশ সেওয়ানি নিউইয়র্কেও রামমন্দির নির্মাণের সূচনার শুভ মুহূর্ত উদযাপনের যাবতীয় প্রস্তুতি সারা বলে জানিয়েছেন। তিনি বলেছেন, হিন্দি ও ইংরেজিতে লেখা জয় শ্রীরাম, রামের ছবি, ভিডিও, প্রস্তাবিত রামমন্দিরের নকশার থ্রিডি ডিজাইন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিত্তিপ্রস্তর স্থাপনের ছবি একাধিক বিলবোর্ডে ডিসপ্লে করা হবে। ৫ আগস্ট সকাল ৮টা থেকে রাত ১০ টা পর্যন্ত এই প্রদর্শনী চলবে। এই উপলক্ষ্যে লিজ দেওয়া বিলবোর্ডগুলির মধ্যে আছে ন্যাসডাকের স্ক্রিন, ১৭০০০ বর্গফুটের এলইডি ডিসপ্লে স্ক্রিন। সারা দুনিয়ায় একটানা সবচেয়ে বড় ডিসপ্লে, সবচেয়ে বেশি রিজল্য়ুশনওয়ালা এলইডি স্ক্রিনগুলির অন্যতম এগুলি।
সেদিন প্রবাসী ভারতীয়রাও টাইমস স্কোয়ার সমবেত হয়ে রামমন্দির নির্মাণের সূচনা উদযাপন করবেন, মিষ্টি বিলোবেন বলে জানান সেওয়ানি। বলেন, এটা শুধু জীবদ্দশায় একবার বা ১০০ বছরে একবার ঘটার মতো ব্যাপার নয়। এটা গোটা মানবসভ্যতার ইতিহাসে একবারই ঘটে। আমাদের যথাযোগ্য মর্যাদা, সমারোহে এর উদযাপন করার কথা, সেক্ষেত্রে রামজন্মভূমির শিলান্যাসের উদযাপনে টাইমস স্কোয়ারের চেয়ে উপযুক্ত স্থান আর কোথায়! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গোটা দুনিয়ার হিন্দুদের রামমন্দিরের স্বপ্ন পূরণ হতে চলেছে। ৬ বছর আগেও আমরা এই দিনটা আসবে কখনও ভাবিনি, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের জন্যই দিনটা এল, আমরা যথাযথ মর্যাদায় দিনটা পালন করতে চাই। ৫ আগস্ট রামের ছবিতে ছেয়ে যাবে টাইমস স্কোয়ার। এটা প্রবাসী ভারতীয় সম্প্রদায় ও স্পনসরদের সহযোগিতায়ই সম্ভব হচ্ছে।
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে শ্রী রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্রাস্টই রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনে আমন্ত্রণ জানিয়েছে প্রধানমন্ত্রী মোদিকে।
৫ আগস্ট অযোধ্যায় মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন, নিউইয়র্কের টাইমস স্কোয়ারে বিলবোর্ডে ‘জয় শ্রীরাম’ স্লোগান, রাম, রামমন্দিরের থ্রি ডি ছবি ডিসপ্লে হবে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Jul 2020 06:56 PM (IST)
আমেরিকান ইন্ডিয়া পাবলিক অ্যাফেয়ার্স কমিটির প্রেসিডেন্ট জগদীশ সেওয়ানি নিউইয়র্কেও রামমন্দির নির্মাণের সূচনার শুভ মুহূর্ত উদযাপনের যাবতীয় প্রস্তুতি সারা বলে জানিয়েছেন। তিনি বলেছেন, হিন্দি ও ইংরেজিতে লেখা জয় শ্রীরাম, রামের ছবি, ভিডিও, প্রস্তাবিত রামমন্দিরের নকশার থ্রিডি ডিজাইন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিত্তিপ্রস্তর স্থাপনের ছবি একাধিক বিলবোর্ডে ডিসপ্লে করা হবে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -