মুম্বই: নিজের গ্রাম বুধানায় রামলীলায় অভিনয় করার কথা ছিল তাঁর। কিন্তু মুসলমানের রাম সাজার স্পর্ধা মেনে নিতে অক্ষম শিবসেনা হইচই শুরু করায় শেষ পর্যন্ত অভিনয় করতে পারেননি তিনি। কিন্তু নওয়াজউদ্দিন সিদ্দিকির স্বপ্ন পূর্ণ করল তাঁর ছেলে। স্কুলের অনুষ্ঠানে নন্দলালা সেজেছে সে।
টুইটারে কৃষ্ণ সাজা ছেলের ছবি পোস্ট করেছেন গর্বিত বাবা।
রামলীলায় অভিনয় করার সুযোগ না পেয়ে অত্যন্ত দুঃখিত হন নওয়াজ। সে কথা গোপন রাখেননি তিনি।