নয়াদিল্লি: 'জওয়ান' (Jawan) জ্বর আরও খানিক বাড়িয়ে আজ প্রকাশ্যে এল ছবিতে নয়নতারার (Nayanthara) লুক পোস্টার (Look Poster)। সোমবার এই পোস্টার শেয়ার করা হয় নির্মাতাদের তরফে, শেয়ার করেন স্বয়ং কিং খানও (Shah Rukh Khan)। ক্যাপশনে প্রশংসায় ভরালেন অভিনেত্রীকে।
প্রকাশ্যে 'জওয়ান' ছবিতে নয়নতারার লুক
পাওয়ার-প্যাকড অ্যাকশন ছবি হতে চলেছে দক্ষিণী তারকা পরিচালক অ্যাটলির (Atlee) 'জওয়ান'। মুখ্য চরিত্রে শাহরুখ খানকে দেখা যাবে। তাঁর লুক এর আগেই এসেছে প্রকাশ্যে। মুক্তি পেয়েছে ছবির প্রিভিউ ভিডিও। সেখানে যদিও কয়েক ঝলকই দেখা মিলেছে দক্ষিণে লেডি সুপারস্টার নয়নতারার। আজ, সোমবার তাঁর লুক পোস্টার এল প্রকাশ্যে।
অ্যাকশন অবতারেই দেখা গেল অভিনেত্রীকে। ছবির মুখ্য নারী চরিত্রে অভিনয় করছেন নয়নতারা। ছবিতে তাঁকে গুণ্ডা পেটাতে যে ভালই দেখা যাবে তা বলাই বাহুল্য। ছবিতে কিং খানের সঙ্গে লেডি সুপারস্টারের জুটি প্রথমবার কতটা ম্যাজিক দেখায় সেটারও অপেক্ষায় দর্শক।
এদিন নয়নতারার লুক পোস্টার শেয়ার করে শাহরুখ খান লেখেন, 'ঝড়ের আগে যে বাজ পড়ে ইনিও তাই! নয়নতারা।' হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে এই ছবি, আগামী ৭ সেপ্টেম্বর। লুক পোস্টারও শেয়ার হয়েছে এই তিন ভাষায় ও ইংরেজিতে।
একদিকে শাহরুখ খান, বলিউডের বাদশাহ্, অন্যদিকে নয়নতারা, দক্ষিণের সুপারস্টার। তাঁদের একসঙ্গে এক পর্দায় কাজের খবরে এমনিতেই 'জওয়ান' ছবি নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। পোস্টার দেখেই পরিষ্কার যে ছবিতে দুঁদে পুলিশের চরিত্রে দেখা যাবে নয়নতারাকে।
আরও পড়ুন: 'Bawaal': 'বাওয়াল' ছবির বিশেষ স্ক্রিনিং, অনুরাগীদের চমকে প্রেক্ষাগৃহে হঠাৎ হাজির বরুণ-জাহ্নবী
এই বছর শাহরুখ খানের হাত ধরে বলিউডের লক্ষ্মীলাভ শুরু হয়েছে। ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে 'পাঠান'। শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম অভিনীত এই ছবি একের পর এক রেকর্ড ভাঙে বক্স অফিসে। এরপর ৭ সেপ্টেম্বর মুক্তির অপেক্ষায় 'জওয়ান'। যার প্রিভিউ মুক্তি পেয়েছে ইতিমধ্যেই। রেকর্ড ভাঙা ভিউজ তারও। মাত্র ২৪ ঘণ্টায়, সমস্ত মিডিয়া জুড়ে ১১২ মিলিয়ন ভিউজ পেয়েছে এই প্রিভিউ। প্রশংসা করেছেন দর্শক, তারকা থেকে শুরু অনুরাগীরাও। শাহরুখ খানের মোট চারটি লুক প্রকাশ্যে এসেছে প্রিভিউয়ে, যা বেশ নজরও কেড়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন