৩৫৫ ধারা চাইলেও ঘুরপথে ক্ষমতা দখলে নারাজ শুভেন্দু 

 
তৃণমূলের সরকার পতনের ভবিষ্য়দ্বাণী নিয়ে রাজ্য বিজেপিতে কি ভিন্ন মত? সুকান্ত-শান্তনুর উল্টো পথে কি শুভেন্দু-দিলীপ? মূলত রাজ্যে ৩৫৫ ধারা চাইলেও ঘুরপথে ক্ষমতা দখল চান না শুভেন্দু। 'আমরা ভোটে জিতে ক্ষমতায় আসতে চাই। পিছনের দরজা দিয়ে রাষ্ট্রপতি শাসন করে ক্ষমতায় আসতে চাই না', মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। এদিকে অন্য সুর সুকান্তরও। এদিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'দিলীপ ঘোষ যা বলেছেন, সেটা তাঁর ব্যক্তিগত মত, দলের নয়।' এবার কথা হচ্ছে ঠিক কী বলেছিলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি ? বাংলায় কি জারি হবে ৩৫৫ ধারা? প্রশ্ন উঠতেই এদিন মুখ খোলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।এদিন তিনি ঘোষ বলেন, 'সম্ভবত বিজেপি কোথাও ৩৫৫ ধারা জারি করেনি। মানুষের ভোটে নির্বাচিত সরকার ফেলে দেওয়াও গণতন্ত্র বিরোধী।' 


অভিষেকের মন্তব্যে দৃষ্টি আকর্ষণ বিকাশরঞ্জনের


 বিচারব্যবস্থাকে নিশানা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । বিচারপতিদের বিরুদ্ধে সরাসরি তুললেন বিজেপিকে (BJP) মদত দেওয়ার অভিযোগ  তুলেছিলেন। নাম নিয়ে আক্রমণ করেছিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজাশেখর মান্থাকে (Rajshekhar Matha)। বলেছিলেন, ' হাইকোর্টের জাস্টিস, রাজাশেখর মান্থার জাজমেন্ট... এমন জাজমেন্ট দিচ্ছেন, শুভেন্দু আগামী দিনে অপকর্ম করলে ব্য়বস্থা নেওয়া যাবে না। সেই রাজাশেখর মান্থাই জাজমেন্ট দিয়ে বিজেপির গুন্ডাবাহিনীকে প্রোটেকশন দিয়ে রেখেছে।' এবার এই মন্তব্যের প্রেক্ষিতে হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। 


জয়ী নির্দল প্রার্থী ফিরলেন তৃণমূলে  


নির্দল হিসেবে ( Idependednt Candidate )  ভোটে দাঁড়ালে বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের দলে ফেরানো হবে না বলে বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee ) । ভোটে জেতার পর অন্য ছবি দেখা গেল উত্তর ২৪ পরগনার দেগঙ্গার হাদিপুর ঝিকরা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে।ভোটের ফল বেরোতেই তৃণমূলে ফিরলেন ১২৭ নম্বর বুথের জয়ী নির্দল প্রার্থী ফতেমা বিবি। নির্দল প্রার্থীর স্বামীর দাবি, তৃণমূল এই পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বৃহত্তর স্বার্থে স্বেচ্ছায় এই যোগদান। এই যোগদান নিয়ে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। 


নির্বাচিত সরকার ফেলে দেওয়া গণতন্ত্র-বিরোধী: দিলীপ ঘোষ


পঞ্চায়েত ভোটের হিংসার (Panchayat Election 2023) মাঝেই সবুজ আবিরে ঢেকেছে বাংলা। আর ঠিক এমন একটা সময়েই বিতর্কের ঝড়। গতবছর 'ডিসেম্বর ডেডলাইন'-র কথা শোনা গিয়েছিল বঙ্গ বিজেপির (BJP) শীর্ষ নের্তৃত্ব সুকান্ত-শুভেন্দুদের মুখে। আর পঞ্চায়েত ভোটের পরে এবার ফের নয়া দাবি জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর(Shantanu Thakur)। এহেন পরিস্থিতিতে বিজেপির পঞ্চায়েত ভোটের ফল কি আদৌ আশানুরূপ? সংগঠনের জোরে ভোট করাতে পেরেছে পদ্মশিবির? সত্যিই কি বাংলায় ভোট বেড়েছে বিজেপির? উত্তরবঙ্গ, জঙ্গলমহলে বিজেপি পিছিয়ে গেল কেন? বাংলায় কি জারি হবে ৩৫৫ ধারা? প্রশ্নগুলি উঠতেই মুখ খুললেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বললেন, 'সম্ভবত বিজেপি কোথাও ৩৫৫ ধারা জারি করেনি। মানুষের ভোটে নির্বাচিত সরকার ফেলে দেওয়াও গণতন্ত্র বিরোধী।


পান্ডুয়ায় ব্যালট উদ্ধার


ব্যালট (Ballot) উদ্ধার হল এবার হুগলির পান্ডুয়ায়। গণনা কেন্দ্রের পিছনে যত্রতত্র ছড়িয়ে পড়ে থাকতে দেখা যায় ব্যালট পেপার। পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি- সহ বিভিন্ন জেলায় পঞ্চায়েতে ভোট গণনার পর রাস্তায় ছড়িয়ে থাকা ব্যালট উদ্ধার হয়।হুগলির জাঙ্গিপাড়ায় ব্যালট নিয়ে হাইকোর্টে (High Court) মামলা হয়েছে।


আরও পড়ুন:অমানবিক ! রাস্তায় নাচতে না চাওয়ায় বিশেষ চাহিদাসম্পন্ন তরুণকে 'কটূক্তি, মারধর'