নয়াদিল্লি: দক্ষিণের 'লেডি সুপারস্টার' (Lady Superstar) নয়নতারা (Nayanthara) ও জয় (Jai) অভিনীত সাম্প্রতিক ছবি 'অন্নপূরণি' ('Annapoorani') ঘিরে বিতর্ক। অভিযোগ এই ছবি ধর্মীয় ভাবাবেগে আঘাত হেনেছে এবং সেই সঙ্গে 'লাভ জিহাদ'-এর মতো বিষয়ের প্রচার করছে। এছাড়াও শ্রীরামকে নিয়ে 'বিতর্কিত মন্তব্য' করা হয়েছে বলেও অভিযোগ দর্শকের একাংশের। মুম্বইয়ে এই ছবির বিরুদ্ধে দায়ের করা হল এফআইআর (FIR)। অভিযোগকারীর নাম রমেশ সোলাঙ্কি। 


নয়নতারার 'অন্নপূরণি' ছবির বিরুদ্ধে FIR দায়ের


ধর্মীয় ভাবাবেগে আঘাত হেনেছে দক্ষিণী তারকা নয়নতারার নতুন ছবি 'অন্নপূরণি'। এই সিনেমার বিরুদ্ধে FIR দায়ের করলেন মুম্বইয়ের এক ব্যক্তি। 


'অন্নপূরণি: দ্য গডেস অফ ফুড' ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নয়নতারা ও জয়। এই ছবি আপাতত দেখা যাচ্ছে ওটিটি জায়ান্ট নেটফ্লিক্সে। পরিচালক নীলেশ কৃষ্ণার প্রথম ছবি এটি। রমেশ সোলাঙ্কি একটি বিবৃতি শেয়ার করেছেন এক্স হ্যান্ডলে এবং সেই সঙ্গে পুলিশে অভিযোগও দায়ের করেছেন। তাঁর অভিযোগ এই ছবি 'লাভ জিহাদের প্রচার' করেছে। তাঁর আরও দাবি এই ছবি 'হিন্দু ভাবাবেগে' আঘাত করেছে। 


 









আরও পড়ুন: Yash Birthday: মর্মান্তিক! যশের জন্মদিন উপলক্ষে ফ্লেক্স লাগাতে গিয়ে তড়িদাহত, মৃত ৩ অনুরাগী


ওই ব্যক্তি নয়নতারা, জয়, নীলেশ, প্রযোজক যতীন শেট্টি, আর রবীন্দ্রন ও পুণীত গোয়েঙ্কা, জি স্টুডিওজ চিফ বিজনেস অফিসার শারিক পটেল ও নেটফ্লিক্স ইন্ডিয়ার শীর্ষকর্তা মণিকা শেরগিলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। নিজের পোস্টে তিনি জি ও নেটফ্লিক্সকে 'হিন্দুবিরোধী' বলেও সম্বোধন করেছেন। 


প্রসঙ্গত, ২০২৩ সালে শাহরুখ খানের হাত ধরে বলিউডে পা রাখেন নয়নতারা। অ্যাটলি পরিচালিত 'জওয়ান' ছবিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেন তিনি। পুলিশ অফিসারের চরিত্রে দেখা যায় তাঁকে। বক্স অফিসে বিপুল সাফল্য লাভ করে এই ছবি। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।