কলকাতা: সন্দেশখালিতে (Sandeshkhali) ইডি আধিকারিকদের মারধরের ঘটনায় অন্যতম অভিযুক্ত শেখ শাহজাহানের বিরুদ্ধে এবার হাইকোর্টে (High Court) শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সন্দেশখালিতে পুরনো একটি খুনের ঘটনায় কেন্দ্রীয় এজেন্সির তদন্ত চেয়ে মামলা বিরোধী দলনেতার। পাশাপাশি সাংবাদিকদের সামনে শাহজাহানকে নিয়ে আরও একাধিক অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী।
এদিন বিরোধী দলনেতা বলেন, 'ওরা চাপে আছে, ওরা আদালতে শাহজাহানকে আত্মসমর্পণ করাতে চায়। বরিশালের সঙ্গে যোগাযোগে আছে, বাংলাদেশে পাচারে যুক্ত শাহাজাহান।' তাঁর আশা, বাংলাদেশের বন্ধু সরকার ধরতে পারবে শাহজাহানকে।
সন্দেশখালিতে বিজেপি (BJP) কর্মী খুনের ঘটনা নিয়ে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, 'শুধু রেশন কেলেঙ্কারি নয়, ৩ জনের দেহ লোপাটেও অভিযুক্ত শাহজাহান। ৩ টি পরিবার বিচার পায়নি, পুলিশ মামলা থেকে শাহজাহানকে নিষ্কৃতি দিয়েছে। সন্দেশখালির ২ মহিলা আমার কাছে নিরাপত্তার আবেদন জানিয়েছেন। আমি ২ পরিবারের ৯ জনকে নিরাপদে রাখার ব্যবস্থা করেছি।' সন্দেশখালিতে বিজেপি কর্মী খুনে মূল অভিযুক্ত শাহজাহান, তারপরেও পুলিশ তাঁকে ছাড় দিয়েছে কেন, সেই প্রশ্ন তোলেন শুভেন্দু। পুলিশের চার্জশিট চ্যালেঞ্জ করে সিবিআই কিংবা এনআইএ তদন্ত চেয়ে মামলা করা হয়েছে।
২০১৯ সালে ৬ জুন সন্দেশখালিতে খুন হন ৩ বিজেপি কর্মী। নিহত বিজেপি কর্মীদের পরিবারের হয়ে হাইকোর্টে বিরোধী দলনেতা। নিরাপত্তা নেই, তাই বাংলায় ভোট ঘিরে এত হিংসা, দাবি শুভেন্দু অধিকারী। অভিযোগের আঙুল তুলেছেন বামেদের দিকেও। তাঁর অভিযোগ, 'সিপিএম শুরু করেছিল, বৃত্ত সম্পূর্ণ করেছে তৃণমূল। গতকাল ব্রিগেডে শাহজাহান শেখকে নিয়ে একটাও কেন কথা নেই?'
সন্দেশখালিকাণ্ডে এখনও গ্রেফতার শূন্য, শাহজাহানও উধাও। এই পরিস্থিতিতে পুলিশের বিরুদ্ধেই বিস্ফোরক ইডি। পুলিশের বিরুদ্ধেই হামলায় ইন্ধন দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় এজেন্সির। ইডির দাবি, অভিযানের কথা আগে থেকেই এসপি, স্থানীয় থানাকে জানানো হয়েছিল। পুলিশ থাকা সত্ত্বেও হামলা, পুলিশের বিরুদ্ধেই হামলায় মদত দেওয়ার অভিযোগ উঠেছে। ইডির প্রশ্ন, 'কেন্দ্রীয় এজেন্সির উপরে হামলা, তাও কেন জামিনযোগ্য লঘু ধারা?' কেন খুনের চেষ্টার মতো ধারা যুক্ত করল না পুলিশ? প্রেস বিবৃতিতে প্রশ্ন ইডির। সন্দেশখালির ধাঁচে বনগাঁয় শঙ্কর আঢ্যকে গ্রেফতারির পরে ইডির উপর হামলা হয়েছে। তৃণমূল নেতার বাড়িতে অভিযানের কথা জানানো সত্ত্বেও পুলিশ না থাকার অভিযোগ উঠেছে। পুলিশের বিরুদ্ধে এফআইআরের কপি পর্যন্ত না দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় এজেন্সির।
সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান কোথায়?
তৃণমূল নেতার ভাই ও স্থানীয় তৃণমূল বিধায়কের দাবি ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। তৃণমূল নেতার ভাইয়ের দাবি, 'ঘটনার দিন বাড়িতে ফোন রেখে পরিবারকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন দাদা। জানি না কোথায়।' অন্যদিকে সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর দাবি, 'এলাকাতেই আছেন শেখ শাহজাহান। বাংলাদেশে পালিয়ে যাওয়ার গুজব রটানো হচ্ছে। ইডির সঙ্গে যোগাযোগ করছেন শেখ শাহজাহানের আইনজীবী।'
আরও পড়ুন: দ্বন্দ্বের জল্পনার মধ্যেই উত্তর ২৪ পরগনায় তৃণমূলের কোর কমিটির বৈঠকে অর্জুন-সোমনাথ