মুম্বই: মাদক-মামলায় রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty), তাঁর ভাই সৌভিক (Showik) ও আরও একাধিক অভিযুক্তের বিরুদ্ধে খসড়া চার্জ জমা দিল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। এদিন মুম্বইয়ের বিশেষ আদালতে চার্জের খসড়া জমা করে এনসিবি। বলি-তারকা সুশান্ত সিং রাজপুত (SSRs death) রহস্যমৃত্যু তদন্তের সূত্রেই রিয়া-সৌভিকের বিরুদ্ধে মাদকযোগের অভিযোগ আনে এনসিবি(NCB)। সেই মামলায় গ্রেফতারও করা হয়েছিল রিয়াকে। প্রায় মাসখানেক পর ছাড়া পান প্রয়াত অভিনেতার বান্ধবী।
বুধবার রিয়া-সৌভিকের পাশাপাশি বাকি অভিযুক্তরাও হাজির ছিলেন আদালতে। স্পেশাল পাবলিক প্রসিকিউটর অতুল সরপন্ডে সেখানে জানান, চার্জশিটে অভিযুক্তদের বিরুদ্ধে যা বলা হয়েছিল তার সবকটিই বহাল রাখা হচ্ছে। তবে অভিযুক্তদের কয়েকজন ডিসচার্জ অ্যাপ্লিকেশন দিয়ে রাখায় এখনও পর্যন্ত চার্জ গঠনের বিষয়টি নিষ্পত্তি হয়নি। আদালতও জানিয়েছে, ওই আবেদনগুলি নিষ্পত্তি করেই পরের সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী ১২ জুলাই পরবর্তী শুনানি।
২০২০ সালের ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তিনি আত্মহত্য়া করেছেন নাকি তাঁকে খুন করা হয়েছিল, এই বিতর্কে দীর্ঘদিন তোলপাড় চলে সোশ্যাল মিডিয়ায়। লড়াই গড়ায় কোর্টে। অবশেষে রহস্যমৃত্যুর কিনারায় নামে সিবিআই। পাশাপাশি আলাদা তদন্ত শুরু করে ইডি ও এনসিবি। তবে সবকটিতেই নাটকীয় ভাবে নাম উঠে আসে সুশান্তের প্রেমিকা রিয়ার। কাঠগড়ায় তোলা হয় রিয়ার ভাই সৌভিককেও। মাদকসেবন ও সুশান্তকে মাদক জোগাড় করে দেওয়ার মতো গুরুতর অভিযোগ ওঠে ভাই-বোনের বিরুদ্ধে। ধীরে ধীরে নাম জড়ায় আরও অনেকের। তবে বেশিরভাগই এখন জামিনে মুক্ত।
এদিন সেই মামলাতেই খসড়া চার্জ জমা দিল এনসিবি। কিন্তু তারকার রহস্যমৃত্যুর কিনারা এখনও হয়নি। প্রায়দিনই সে নিয়ে তোলপাড় হয় সোশ্যাল মিডিয়া। কবে জানা যাবে তারকার মর্মান্তিক পরিণতির কারণ? টানটান বিতর্ক, তুমুল উত্তেজনা এখনও থামেনি। সুশান্ত অবশ্য় এসব থেকে অনেক দূরে...
আরও পড়ুন: ছেলের সঙ্গে তুমুল তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন আমির খান! দেখুন ভিডিও