কলকাতা: আন্তর্জাতিক ফোন কলকে লোকাল কলে পরিণত করে দীর্ঘ কয়েক বছর ধরে প্রতারণার অভিযোগ। সল্টলেক সেক্টর ফাইভের অফিস থেকে ২ জনকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ভারতীয় টেলিকম সিকিউরিটি পশ্চিমবঙ্গ শাখার তরফে গতকাল অভিযোগ দায়ের হয়। অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে সেক্টর ফাইভের একটি সংস্থা বিশেষ সফটওয়্যারের মাধ্যমে বিদেশের ফোনকলগুলিকে লোকাল কলে পরিণত করে ব্যবসা চালাচ্ছিল। বিষয়টি নজরে আসায় তৎপর হয় টেলিকম দফতর। থানায় অভিযোগের ভিত্তিতে গতকাল ২ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা বেহালা ও কড়েয়া থানা এলাকার বাসিন্দা। বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কয়েকটি ল্যাপটপ, মোবাইল ফোন, কল ট্রান্সফার সুইচার সহ বিভিন্ন সরঞ্জাম। এর পিছনে আন্তর্জাতিক প্রতারণা চক্রের যোগ থাকতে পারে বলে অনুমান পুলিশের।