মুম্বই: ‘সড়ক-টু’ মুক্তির সময় হয়ে এল, আর তার ঠিক আগেই আবার বিতর্কের মধ্যে জড়াল বলিউড পরিচালক মহেশ ভাটের নাম। মহেশের পাশাপাশি মৌনী রায়, উর্বশী রাউতেলা সহ একাধির বলিউড তারকার উদ্দেশে বৃহস্পতিবার নতুন করে জাতীয় মহিলা কমিশনের তরফে নোটিশ জারি করা হল। সমাজসেবামূলক প্রতিষ্ঠান পরি-ফর-ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা যোগিতা ভায়না সম্প্রতি দায়ের করেন একটি মামলা। তারই সাক্ষী হিসাবে বয়ান রেকর্ড করার জন্য নোটিশ পাঠানো হয়েছে এই বলিউড সেলেবদের।


একটি ট্যালেন্ট-হান্ট কোম্পানি আইএমজি ভেঞ্চারের মালিক সানি বর্মার বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশনে নালিশ করেছিলেন ভায়ানা। তিনি বলেছিলেন, সানি নতুন আসা তরুণীদের মডেলিংয়ের সুযোগ পাইয়ে দেওয়ার নাম করে যৌন হেনস্থা করেন, পরে তাদের ব্ল্যাকমেল করেন।

সানির বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, মিস এশিয়া নামে এক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার মাধ্যমে মডেলিংয়ে সুযোগ করে দেওয়ার টোপ দেন সানি। এরপর ভালো ব়্যাঙ্কিং পাওয়ার জন্য তিনি প্রতিযোগীদের নগ্ন ছবি পাঠাতে বলেন। পরে ওই ছবি দেখিয়েই তাঁদেরকে ব্ল্যাকমেল করে তাঁদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। বহু তরুণীর সঙ্গেই নাকি সানি এই কাজ করেছেন। অভিযোগের কপির সঙ্গে অডিও, ভিডিয়ো ক্লিপ, ছবি, হোয়াটসঅ্যাপ মেসেজ, সব রকম প্রমাণই জমা দেওয়া হয়েছে কমিশনে।

সানির ওই মডেলিং কোম্পানির হয়ে বিভিন্ন সময় প্রচার করেন বলিউডের এমন একাধিক তারকা। যার মধ্যে মহেশ ভাট, উর্বশী রাউতেলা ছাড়াও এষা গুপ্ত, মৌনি রায়, রণবিজয় সিং, প্রিন্স নরুলা এবং সোনু সুদের নাম রয়েছে। মহিলাদের হেনস্থায় অভিযুক্ত সানির কোম্পানির হয়ে কেন প্রচার করেছেন, সেই অভিযোগে মহেশ ভাট, প্রিন্স নরুলা, মৌনি রায়দের প্রথমে ডেকে পাঠানো হয় জাতীয় মহিলা কমিশনের তরফে। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও এই সেলেবরা দেখা করেননি। এরপরই তাঁদের নোটিস পাঠানো হয়। নোটিস পাওয়ার পরও তাঁরা দেখা না করলে, তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানানো হয়েছে।

এদিন কমিশনের তরফে কড়া ভাষায় বলিউড তারকাদের উদ্দেশ বলা হয়, ‘বার বার হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও এবং একাধিক মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও এঁরা জবাব দেওয়ার প্রয়োজন বোধ করেন না এবং নির্ধারিত দিনে হাজিরাও দেন না’। এই মামলা সংক্রান্ত মিটিং স্থগিত করা হয়েছে আগামী ১৮ অগস্ট পর্যন্ত। মহিলা কমিশন তাঁদের এই নির্দেশ অমান্য করার বিষয়টি কড়াভাবে দেখবে বলেছে। এবং এই নোটিশ অনুযায়ী হাজিরা না দিলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে।