ভারতীয় চলচ্চিত্র জগতের ইতিহাস লিপিবদ্ধ করা উচিত: অমিতাভ বচ্চন
ABP Ananda, Web Desk | 30 Jan 2017 11:21 AM (IST)
মুম্বই: ভারতীয় সিনেমার যাবতীয় ইতিহাস লিপিবদ্ধ করার সময় হয়েছে। মনে করেন অমিতাভ বচ্চন। ৭৪ বছরের অভিনেতা তাঁর ব্লগে লিখেছেন, যত শিগগির এ বিষয়ে সকলের নজর পড়ে, ততই ভাল। অমিতাভ লিখেছেন, একদম শুরু থেকে আজ পর্যন্ত ভারতীয় চলচ্চিত্রের ইতিহাস সংগ্রহ করে তা লিপিবদ্ধ করতে হবে। সম্পূর্ণ আন্তরিকতার সঙ্গে এখনই এই কাজে হাত দেওয়া হোক। ১৯৭৫-এ মুক্তি পাওয়া ‘দিওয়ার’-কে অন্যতম সেরা চিত্রনাট্য বলে ব্যাখ্যা করেছেন বিগ বি। ‘দিওয়ার’-এর চিত্রনাট্যকার সেলিম-জাভেদের সঙ্গে ওই ছবির যাবতীয় খুঁটিনাটি লিখে রাখার ব্যাপারে তাঁর আলোচনা হয়েছে। ভারতীয় সিনেমার ইতিহাস লিখে রাখা না হলে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষমা করবে না বলেও অমিতাভ মন্তব্য করেছেন।