অমিতাভ লিখেছেন, একদম শুরু থেকে আজ পর্যন্ত ভারতীয় চলচ্চিত্রের ইতিহাস সংগ্রহ করে তা লিপিবদ্ধ করতে হবে। সম্পূর্ণ আন্তরিকতার সঙ্গে এখনই এই কাজে হাত দেওয়া হোক।
১৯৭৫-এ মুক্তি পাওয়া ‘দিওয়ার’-কে অন্যতম সেরা চিত্রনাট্য বলে ব্যাখ্যা করেছেন বিগ বি। ‘দিওয়ার’-এর চিত্রনাট্যকার সেলিম-জাভেদের সঙ্গে ওই ছবির যাবতীয় খুঁটিনাটি লিখে রাখার ব্যাপারে তাঁর আলোচনা হয়েছে।
ভারতীয় সিনেমার ইতিহাস লিখে রাখা না হলে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষমা করবে না বলেও অমিতাভ মন্তব্য করেছেন।