কলকাতা: এবার নতুন ভূমিকায় অভিনেতা নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) । দুর্গাপুজোয় আসছে নতুন মিউজিক ভিডিও 'হ্যাশট্যাগ পুজো' । আর অভিনয় করার পাশাপাশি, এই মিউজিক ভিডিওতে শোনা যাবে নীল ভট্টাচার্যের গলাও । নতুন প্রজন্মের এই গান মুক্তি পাবে আগামীকাল । এই মিউজিক ভিডিওতে নীলের সঙ্গে দেখা যাবে ইশা উপাধ্যায়কে । এই মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন অরুণিমা দাস পুরোকায়স্থ । একেবারে নতুন প্রজন্মের কথা মাথায় রেখেই বানানো হয়েছে এই গান ।

এই গানটি নিয়ে নীল ভট্টাচার্য বলছেন, 'এই গানটা নিয়ে আমি ভীষণ আগ্রহী কারণ এই গানটা আমি নিজে গাওয়ার সুযোগ পেয়েছি । গানটার শ্যুটিং হয়েছে দুর্গাপুরে । সব মিলিয়ে একটা দুর্দান্ত অভিজ্ঞতা । আশা করি, নতুন প্রজন্মের সবার এই গানটা ভাল লাগবে । এই গানটা একেবারেই নতুনদের কথা ভেবে বানানো । এই গানটায় একটা ভীষণ এনার্জি রয়েছে যেটা আমার ভীষণভাবে ভাল লেগেছে । আশা করি সবারই গানটা ভাল লাগবে ।'

এই গানটি নিয়ে গ্রুভ ভাই ওরফে কুণাল সিংহ বলছেন, এই গানটা শুধু একটা গান নয়, এটা নতুন প্রজন্মের কাছে অ্যান্থমের মতো হয়ে উঠবে । দুর্গাপুজোর যে আবহ, যে আবেগ, সেটা মিশে গিয়েছে পপ কালচারের সঙ্গে । সেখানেই এই গানে সাফল্য । এখনকার প্রজন্ম যেমন মা দুর্গাকে হৃদয়ে নিয়ে ঘোরে, তেমনভাবেই আন্তর্জাতিক সংস্কৃতিকেও তারা নিজেদের মধ্যে নিয়ে ঘোরে । মা দুর্গাকে উদযাপন করতে কখনও নতুন প্রজন্ম পিছিয়ে পড়ে না ।

এই গানের কথা লিখেছেন সোহম মজুমদার । গানের পরিচালক, অরুণিমা দাস পুরোকায়স্থ বলেছেন, ' নতুন এই গানটিতে তুলে ধরা হয়েছে  দুর্গাপুজোর আবেগ ও উচ্ছ্বাসের কথা ভেবে । পুজোর সন্ধেবেলায় মানুষ যতটা আনন্দে মেতে ওঠেন, তা সে পরিবারের পুজো হোক বা পাড়ার পুজো.. এই দিনগুলো সবসময়েই তো কাটে আলাদাভাবে । আর প্রত্যের প্রজন্মের সঙ্গে সঙ্গেই যেন বদলে যায় পুজোর মানে । তবে বদলে যায় না পুজোর আনন্দ । সেই ভাবকেই তুলে ধরবে এই গান । 

আগামীকাল ইউটিউবে মুক্তি পাবে এই গানটি ।