নয়াদিল্লি : BJP-র অসম ইউনিট গত ১৫ সেপ্টেম্বর একটি ভিডিও পোস্ট করে এক্স হ্যান্ডেলে। সেই AI ভিডিও নিয়ে এবার সরব হলেন AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। এক্স হ্যান্ডেলেই গত ১৭ সেপ্টেম্বর এর প্রতিবাদে তিনি লেখেন, 'অসম বিজেপি একটি জঘন্য AI ভিডিও পোস্ট করেছে যেখানে দেখানো হয়েছে যে বিজেপি না থাকলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অসম... তাদের স্বপ্ন মুসলিম-মুক্ত ভারত।' তাঁর সংযোজন, ভিডিওটি "ঘৃণ্য হিন্দুত্ববাদী মতাদর্শ"-কে উন্মোচিত করে এবং দলটি ভারতে মুসলমানদের অস্তিত্বকেই একটি সমস্যা হিসেবে দেখে।

Continues below advertisement