কলকাতা: মাতৃহারা অভিনেতা নীল সুজন চট্টোপাধ্যায় (Neel Sujan Chatterjee)। গতকাল অর্থাৎ মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় প্রিয়জন বিয়োগের খবর তিনি নিজেই দিয়েছিলেন। এরপর মাকে দাহ করে ফেরার পরে সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে নেন অভিনেতা। সেইসঙ্গে জানান, তিনি নিয়ম মেনে আজও যাবে রিহার্সালে।
অসুস্থ ছিলেন নীল সুজন চট্টোপাধ্যায়ের মা। ভর্তি ছিলেন হাসপাতালে। সেখান থেকেই মায়ের সঙ্গে তোলা শেষ ছবিটি শেয়ার করে নেন অভিনেতা। সঙ্গে লেখেন, 'মায়ের সঙ্গে শেষ ছবি......। দাহ করে ফিরলাম। সকাল ৮ টায় রিহার্সাল। মায়ের কথা ভেবেই যাব। চেতনা ৫০ তোমার নামেই চিহ্নিত হোক। তুমি জাগ্রত অন্তরে অন্তরে...'
মারীচ সংবাদ নাটকের জন্য প্রস্তুতি নিচ্ছেন নীল। মঙ্গলবার মাকে হারিয়ে, রাতে শেষকৃত্য করে, বুধবার সকালেই অভিনয়ের রিহার্সালে হাজির থাকলেন নীল। নাটকের মঞ্চে অবশ্য এই উদাহরণ নতুন নয়। এমনকি সিনেমার পর্দাতেও। বাবাকে হারিয়েও শ্যুটিং বন্ধ করেননি অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। প্রিয়জনকে হারিয়েও নাটকের মঞ্চে হাজির থেকেছেন অনেকেই। মাকে মনে করেই নিয়মমাফিক কাজ বজায় রাখলেন নীলও।
নীলের পোস্টে অনেকেই তাঁর সঙ্গে থাকার বার্তা দিয়েছেন, তাঁর মায়ের আত্মার শান্তিকামনাও করেছেন অনুরাগীরা।
টলিউড জুড়ে কেবল মনখারাপেরই খবর। হাসপাতালে লড়াই করছেন ঐন্দ্রিলা শর্মা। আজ সকালেই হঠাৎ নতুন করে হৃদরোগে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী (Aindrila Sharma)। আজ সকাল ১০টা নাগাদ হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন অভিনেত্রী। তাঁর শরীরে এর আগে থেকেই বিভিন্ন জটিলতা রয়েছে। রক্তচাপ বিপদজনকভাবে ওঠানামা করছে। হাসপাতাল সূত্রে খবর, সকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন অভিনেত্রী। চিকিৎসকদের তৎপরতায় আপাতত সেই পরিস্থিতি সামাল দেওয়া গিয়েছে। তবে অভিনেত্রীর অবস্থা বেশ সংকটজনক।