কলকাতা: শ্যুটিং নয়। এবার বাস্তব জীবনেই বিয়ের পিঁড়িতে তৃণা সাহা এবং নীল ভট্টাচার্য। দক্ষিণ কলকাতার এক রিসর্টে বসে বিয়ের অনুষ্ঠানের জমকালো আয়োজন। টলিউডের নতুন কাপল বিয়ের মঞ্চ থেকে ভক্তদের উদ্দেশ্যে দিয়েছেন বার্তাও।


লাল বেনারসীতে সেজেছেন তৃণা। নীলও সেজেছেন একদম বাঙালি সাজে, ধুতি-পাঞ্জাবীতে। বিয়ের অনুষ্ঠানে নিজের এন্ট্রিতেও চমক দিয়েছেন নীল। নৌকা চড়ে রীতিমতো চলচ্চিত্রের বরের আসার দৃশ্যের মতোই অনুষ্ঠান স্থলে পৌঁছন নীল। তখন পিছনে বাজছে ডিডিএলজে-র প্রখ্যাত গান ‘মেহেন্দি লাগাকে রখনা’।

বিয়ের মঞ্চে তৃণাকে পাশে বসিয়ে ভক্তদের উদ্দেশ্যে বার্তাও দিয়েছেন নীল। একসঙ্গে বসে নবদম্পতি ধন্যবাদ জানিয়েছেন তাদের আপামর ভক্তদের। নীল বলেছেন, ‘সকলকে ধন্যবাদ। আপনারা বরাবর আমাদের পর্দার সব চরিত্রকে ভালোবেসেছেন, সমর্থন করেছেন। আপাতত যে নতুন জীবন শুরু করতে চলেছি আমরা সেখানেও একইভাবে আপনাদের ভালোবাসা পাব, এই প্রত্যাশা রাখি।’

নীলের পাশে বসে তাঁর কথা শোনার সময় হাসিমুখে গোটাটা শোনার পর তৃণাও তাদের ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি তাঁর সংযোজন, ‘আশা রাখি সারা জীবন আপনাদের ভালোবাসা আমাদের সঙ্গী হবে। ধন্যবাদ সকলকে।’

ধারাবাহিক কৃষ্ণকলিতে নিখিলের চরিত্রে নীল আর খড়কুটোয় গুনগুনের চরিত্রে তৃণা, বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় দুই তারকা। তাঁদের বিয়ের অনুষ্ঠানে আশীর্বাদ জানাতে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। নবদম্পতির সঙ্গে দেখা করে তাদের আর্শীবাদও করেন তিনি।

নীল-তৃণার বিয়ে নিয়ে এমনিতেই সরগরম গোটা টলিপাড়া। বিয়ের মেহেন্দি অনুষ্ঠান থেকে গায়ে হলুদ সবেতেই ছিল জমকালো আয়োজন। সব অনুষ্ঠানে হাজির ছিলেন টালিগঞ্জের তাবড় সেলিব্রিটিরা। হেভিওয়েট এই কাপলকে নিয়ে তাদের ভক্তদের উন্মাদনা সবসমই থাকে তুঙ্গে। তাদের বিয়ে উপলক্ষ্যে যা একধাক্কায় বেশ কিছুটা বেড়েছে।

১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে–এর দিন তৃণা–নীলের গ্র‌্যান্ড রিসেপশন। বিয়ের সাজগোজ থেকে খাওয়াদাওয়াতেও বাঙালিয়ানার ছোঁয়া থাকবে বলেই জানা যাচ্ছে। গুনগুন আর নিখিল হিসাবে আপামর বাঙালি হৃদয়ে জায়গা করে নিয়েছেন তাঁরা। আর তাদের বিয়ের অনুষ্ঠানে মুখ্য়মন্ত্রীর উপস্থিতিতে স্বভাবতই উচ্ছসিত নবদম্পতি।