কলকাতা: মুক্তির পর থেকে চর্চায় 'পঞ্চায়েত সিজন ৪' (Panchayat Season 4)। 'পঞ্চায়েত' প্রেমীরা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এই সিরিজের নতুন সিজন। সোশ্যাল মিডিয়া ভরে উঠেছে সিজন ৪-এর রিল আর ক্লিপিংসে। যাঁরা ইতিমধ্যেই সিজন ৪ দেখে ফেলেছেন, তাঁরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কবে সিজন ৫ আসবে। কারণ এখনও এমন অনেকগুলি প্রশ্ন রয়েছে যার উত্তর পাওয়া যায়নি সিজন ৪-এ। আর এবার 'পঞ্চায়েত ৫' নিয়ে বড় আপডেট দিলেন 'ফুলেরা-র মঞ্জুদেবী', নীনা গুপ্তা। সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, পঞ্চায়েত ৫-এর চিত্রনাট্য নাকি ইতিমধ্যেই ফাঁস হয়ে গিয়েছে। আইএএনএস-এর তরফে এর আগে 'পঞ্চায়েত'-এর টিমের কাছে তিনটি বড় প্রশ্ন করা হয়েছিল, যেমন - নির্বাচনে কে জিতবে?, সচিব জি এবং রিঙ্কির প্রেমকাহিনি কতদূর গড়াবে? এবং সচিব জি কি শেষ পর্যন্ত সরকারি পরীক্ষা পাশ করতে পারবেন, নাকি পারবেন না?
আরও আকর্ষণীয় হবে 'পঞ্চায়েত সিজন ৫'এই প্রশ্নগুলির উত্তর দিতে গিয়ে 'পঞ্চায়েত'-এর লেখক চন্দন কুমার বলেন - 'তিনটি প্রশ্ন তো আছেই, তবে আরও একটি বড় প্রশ্ন হল, প্রধান জি-কে কে গুলি করল? এই প্রশ্নটি যোগ করে এখন সিরিজটি নিয়ে চারটি বড় প্রশ্ন তৈরি হয়েছে। এই সব প্রশ্নের উত্তর আপনারা সিজন ৫-এ পাবেন। কিছু উত্তর সরাসরি হবে, আবার কিছুতে থাকবে টুইস্ট। আমার মনে হয়, এই বিষয়গুলি সিজন ৫-কে মজাদার এবং আকর্ষণীয় করে তুলবে।'
'চিত্রনাট্য ফাঁস?''মঞ্জু দেবী'-র নির্বাচনে জেতার সম্ভাবনা এবং আগামী সিজনে চমকপ্রদ দৃশ্য নিয়ে নীনা গুপ্তা হেসে বলেন - 'চিত্রনাট্য ফাঁস হয়ে গেছে। তৈরি থাকুন পরের সিজন দেখার জন্য, কারণ গল্প তো আগেই বাইরে চলে এসেছে।' যখন লেখক চন্দন কুমারকে জিজ্ঞাসা করা হয় যে সিজন ৩ মুক্তি পাওয়ার আগেই কি সিজন ৪-এর চিত্রনাট্য তৈরি হয়ে গিয়েছিল? তিনি বলেন - 'হ্যাঁ, আমি আগেই লেখা শুরু করে দিয়েছিলাম। সিজন ৩ মুক্তি পাওয়ার সময় পর্যন্ত চিত্রনাট্যের অনেকটা অংশ তৈরি হয়ে গিয়েছিল, এবং কয়েক মাস পরেই আমরা সিজন ৪-এর শুটিং শুরু করি।'
'পঞ্চায়েত' সম্পর্কেজানিয়ে দিই, 'পঞ্চায়েত সিজন ৪' ২৪ জুন মুক্তি পেয়েছিল। এই সিজনে সকল অভিনেতা-অভিনেত্রী তাঁদের পুরনো চরিত্রে অভিনয় করেছেন। অভিষেক ত্রিপাঠীকে যেখানে সচিব জি-এর চরিত্রে দেখা গেছে, সেখানে নীনা গুপ্তা মঞ্জু দেবীর ভূমিকায় অভিনয় করেছেন। গল্পটি ফুলেরা গ্রামের আশেপাশে ঘোরাফেরা করে, যেখানে রাজনীতির পরিবেশ তৈরি হয়েছে। প্রধান জি এবং ভূষণের মধ্যে শত্রুতা আরও বেড়েছে।