কলকাতা: মুক্তির অপেক্ষায় নতুন ছবি, 'মেট্রো ইন দিনো'। এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করছেন নীনা গুপ্তা (Neena Gupta)। এই সিনেমা নিয়ে তিনি যথেষ্ট উচ্ছ্বসিত কারণ অনুরাগ বসুর সঙ্গে তাঁর এটা প্রথম কাজ। সম্প্রতি তিনি সাক্ষাৎকার দিতে গিয়ে জানান, 'মেট্রো ইন দিনো'-র সেটে তাঁর সঙ্গে একটা মজার ঘটনা ঘটে। কী সেই ঘটনা?

'সেটে আসতেই, বলা হল, ফিরে যান!'

সদ্য IANS-কে দেওয়া সাক্ষাৎকারে একটি মজার ঘটনা উল্লেখ করেছেন নীনা। ফ্লোরে কলটাইম ছিল সবার। ভ্যানিটিতে তৈরি হয়ে সবাই চলে এসেছেন সেটে। হঠাৎ সেটের সবাই তাঁদের বলল, ভ্যানে ফিরে যেতে। সবাই অবাক। শ্যুটিং তো শুরু হয়ে যাওয়ার কথা ছিল, কী হল হঠাৎ? তখন নীনা দেখেন, ফ্লোরের এক কোণে চুপ করে বসে রয়েছেন অনুরাগ বসু। কথা বলছেন না কারোর সঙ্গে। নীনা জিজ্ঞাসা করেন, 'দাদার কী হয়েছে?' উত্তরে সেটের কর্মীরা জানান, অনুরাগ বসু নাকি একটু ভাবতে চান! নীনা হাসতে হাসতে বলেন, যখন শ্যুটিং শুরু হওয়ার কথা, তখন নাকি অনুরাগ বসু একটু ভাবতে চান!   

'পুরো চিত্রনাট্য মাথায় থাকে'

নীনা আরও জানিয়েছেন, শ্যুটিং করতে করতে নাকি অনবরত চিত্রনাট্য বদলাতে থাকেন অনুরাগ বসু। হয়তো একটা দৃশ্যের শট ঠিক হয়ে গিয়েছে। হঠাৎ অনুরাগ বসু বললেন, গোটাটা অন্যরকম ভাবে করতে। আর যেটা তিনি অন্যরকমভাবে করতে বললেন, সেটা দুর্দান্ত। 'আমি ভাবতাম.. ইস.. আমার এটা কেন আগে মাথায় এল না', বলছেন নীনা। দীর্ঘদিন ধরেই নাকি অনুরাগ বসুর সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল নীনা গুপ্তার। কিন্তু তা সম্ভব হয়নি। এই কাজের সুযোগ তাঁর কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতোই। নীনা গুপ্তা বলেছেন, অনুরাগ বসু নাকি নিজেই তাঁকে ফোন করে বলেছিলেন, 'আমি কিছু শুনতে চাই না। আমি কিছু শুনতে চাই না। আমি কেবল তোমার সঙ্গে কাজ করতে চাই'। নীনা বলছেন, অনুরাগ বসুর সঙ্গে কাজ করা অন্যতম ভাল একটা অভিজ্ঞতা। 

চলতি বছরের জুলাই মাসের ৪ তারিখে মুক্তি পাচ্ছে, 'মেট্রো ইন দিনো'