মুম্বই: ভোজপুরী ছবির অভিনেতা-প্রযোজক নীতু চন্দ্র বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকে কড়া ভাষায় তোপ দাগলেন। কারণ, সিদ্ধার্থ ভোজপুরী ভাষার অবমাননা করেছেন একটি জাতীয় চ্যানেলের সামনে। বিগ বস-১১র মঞ্চে ভোজপুরী ভাষা সম্পর্কে এই অবমাননাকর মন্তব্যটি করেন সিদ্ধার্থ। এরপরই ক্ষেপে যান নীতু। সেই কথাবার্তা একটি ভিডিও ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নীতু বলেন, সিদ্ধার্থের একটি ভাষা সম্পর্কে এমন কুরুচিকর মন্তব্য করার জন্যে লজ্জিত হওয়া উচিত।
নীতু তাঁর সোশ্যাল মিডিয়ায় লেখেন, ইন্ডাস্ট্রির সেরা কয়েকজন মানুষের সঙ্গে কাজের সুযোগ পেয়েও, সিদ্ধার্থের এমন ভাবনা একেবারেই গ্রহণযোগ্য নয়। এই সেই টুইট এবং ভিডিও ক্লিপিংসটি
তবে সিদ্ধার্থকে আক্রমণের পর টুইটারাইটরা কেউ নীতু চন্দ্রকে সমর্থন, কেউ আবার সিদ্ধার্থকে সমর্থন করেছেন। দেখা যাক এবার সিদ্ধার্থ নিজের তাঁর এই বক্তব্য সম্পর্কে কী মতামত দেন.....