কলকাতা: সম্প্রতি বিয়ে নিয়ে একটি মন্তব্যের কারণে চর্চায় এসেছেন নীতু। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছিলেন, 'সাত বছরের সম্পর্কে থাকা মানে এটা নয় যে তোমায় তাকেই বিয়ে করতে হবে। আমর কাকা ৬ বছর চিকিৎসা বিদ্যা নিয়ে পড়াশোনা করেছিলেন, এখন তিনি জিডে।' আর এই মন্তব্য ঘিরেই নেটদুনিয়ায় শুরু হয়েছে তরজা। হঠাৎ কী ছেলে রণবীর কপূরের (Ranbir Kapoor)-এর প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কইফ (Katrina Kaif)-কে নাম না করে উদ্দেশ্য করেছেন নীতু?


কেবল কী নেটিজেনরাই এই পোস্ট অর্থবহ বলে মনে করেছেন? বোধহয় নয়। কারণ নীতু পোস্ট করার পরেই পাল্টা আরও একটি পোস্ট করেছেন ক্যাটরিনা কইফের মা। সেখানে তিনি লিখেছেন, 'আমি বাড়ির পরিচর্যাকারী একজন মানুষ এবং কোনও সংস্থার প্রধানকে সমান মর্যাদা দেওয়ার শিক্ষা পেয়েছি।' ক্যাটরিনার মায়ের এই পোস্টে প্রশংসার বন্যা। অনেকেই লিখেছেন, 'যেমন মা তাঁর তেমনই মেয়ে।' অনেকে আবার লিখেছেন, 'আপনি আপনার মেয়েকে যোগ্য শিক্ষা দিয়েই বড় করে তুলেছেন।' একদিকে যেমন সমালোচিত হয়েছেন নীতু কপূর, অন্যদিকে প্রশংসিত হয়েছে ক্যাটরিনার মা।                                       


এর সঙ্গেই একটি পুরনো সাক্ষাৎকার ভাইরাল হয়েছে ক্যাটরিনা কইফের। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, তাঁকে নাকি রণবীরের মা নীতু তেমন পছন্দ করেন না। এই প্রশ্নের উত্তরে ক্যাটরিনা জানান, নীতু যদি তাঁকে পছন্দ না করেন, তাহলে সেটা সম্পূর্ণভাবে তাঁর দোষ। তিনিই নীতুর মতোমত হয়ে উঠতে পারেননি।


প্রসঙ্গত, দীর্ঘদিন পথ আলাদা হয়ে গিয়েছে রণবীর ও ক্যাটরিনার। রণবীর এখন রাহার বাবা, আলিয়া ভট্টকে (Alia Bhatt)-কে নিয়ে তাঁর সুখের সংসার। অন্যদিকে ক্যাটরিনা বিয়ে করেছেন ভিকি কৌশলকে (Vicky Kaushal)-কে। তাঁরাও মজে রয়েছেন নিজেদের জীবনে। পুরনো সম্পর্ক, তিক্ততাকে কাটিয়ে উঠেছেন তাঁরা। তবে নীতুর এই পোস্ট ফের একবার রণবীর ক্যাটরিনার সম্পর্ককে সমালোচনায় এনে দিল তো বটেই।


আরও পড়ুন: Rishi-Neetu: 'ঋষির একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল, সমস্ত জানতে পারতাম', নীতুর পুরনো সাক্ষাৎকার ফের চর্চায়