কলকাতা: সম্প্রতি একটি ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে ফের চর্চার কেন্দ্রবিন্দুতে এসেছেন নীতু কপূর (Neetu Kapoor)। আর ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে, স্বামী ঋষি কপূর (Rishi Kapoor)-কে নিয়ে বলা তাঁর একটি পুরনো সাক্ষাৎকার। সেখানে ঋষির একাধিক সম্পর্ক আর সেটা নিয়ে নিজের মতামত জানিয়েছিলেন নীতু। 


কী ছিল সেই পুরনো সাক্ষাৎকারে? নীতু ঋষি সম্পর্কে কথা বলতে গিয়ে বলেছিলেন, 'ঋষিকে আমি একাধিকবার অন্যান্য সম্পর্কে দেখেছি, ধরাও পড়েছে ও আমার কাছে। আমিই প্রথম যে ঋষির এই সম্পর্কের কথা জানতে পারতাম। ও আউটডোর শ্যুটিংয়ে গেলে ওর সম্পর্কের কথা কানে আসত আমার। তবে আমি জানতাম, ওগুলো কেবল একটা দুটো রাতের ব্যাপার। একটা সময় এগুলো নিয়ে ওর সঙ্গে ঝগড়াও করতাম আমি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমার মানসিকতা পরিণত হয়েছে। আমি পার্থক্যটা বুঝতে শিখেছি, ঋষির এই অভ্যাসটাকে মেনে নিয়েই এগিয়ে গিয়েছিলাম আমি। মনে করতাম, ও আর কত এমন সম্পর্কে জড়াত পারে দেখি!'


নীতু আরও বলেছিলেন, 'ঋষি নিজেও মাঝে মাঝে অবাক হয়ে যেত, আমি ঠিক কী করে ওর এই সম্পর্কগুলোর কথা জানতে পারি। আমার আসলে অনেক বন্ধুবান্ধব ছিল, তারাই আমায় খবর দিত। ঋষিকে খালি বলতাম, আমি সমস্তটা জানি... চলো এবার এটাকে ভুলে যাই। ও সবসময় সেটা মেনে নিত। ও যেটায় অবাক হত, আমি কখনোই ঝগড়া করতাম না। মাঝে মাঝে একেবারেই অবজ্ঞা করতাম। আমরা ধীরে ধীরে নিজেদের সম্পর্ক নিয়ে আত্মবিশ্বাসী হয়ে গিয়েছিলাম। আমি জানতাম ঋষি আমার ওপর কতটা নির্ভরশীল। কখনোই ও আমায় ছেড়ে যাবে না। ঋষির কাথে পরিবারই প্রথম, অন্যান্য জিনিস তো আসবে যাবে। আমার মনে হয়.. পুরুষদের কিছুটা স্বাধীনতা দেওয়া উচিত। এটাই তাঁদের চারিত্রিক বৈশিষ্ট্য। কেউ তাদের বেঁধে রাখতে পারে না, উচিত ও না। তবে হ্যাঁ.. যদি আমি জানতাম ঋষি কোনও সম্পর্ক নিয়ে সিরিয়াস, বা আবার বিয়ে করার কথা ভাবছে.. আমি ওকে বাড়ি থেকে বের করে দিয়ে বলতাম, সেই মহিলার সঙ্গেই থাকতে।'


সম্প্রতি বিয়ে নিয়ে একটি মন্তব্যের কারণে চর্চায় এসেছেন নীতু। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছিলেন, 'সাত বছরের সম্পর্কে থাকা মানে এটা নয় যে তোমায় তাকেই বিয়ে করতে হবে। আমর কাকা ৬ বছর চিকিৎসা বিদ্যা নিয়ে পড়াশোনা করেছিলেন, এখন তিনি জিডে।'