সাহসী ছবি দিয়ে ‘বডি শেমিং’-এর অভিনব প্রতিবাদ করলেন গায়িকা নেহা ভাসিন
ফের ‘বডি শেমিং’-এর প্রতিবাদে মুখর গায়িকা নেহা ভাসিন। এবার ইনস্টাগ্রামে ছবি দিয়ে লিখলেন-- ফিট থাকুন, খুশি থাকুন এবং কোনও প্রকারের সঙ্কোচ রাখবেন না।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅনেকেই মনে করছেন, নেহার এই লড়াই ভবিষ্যতেও দেখা যাবে।
এর আগেও, সাহসী ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন নেহা। লিখেছিলেন, নিজের শরীরের প্রত্যকটি ইঞ্চির ওপর তাঁর গর্ব হয়।
এমনিতে, ভারতের সমাজে মহিলাদের নিজেদের ড্রেস নিয়ে প্রতিদিন কটূকথা শুনতে হয়।
‘সুলতান’ ছবিতে ‘জগ ঘুমিয়া তেরে জ্যায়সা না কোই’ গানের জন্য ২০১৭ সালে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা গায়কের সম্মান পান নেহা।
অনেকের মতে, হয়ত নেহা সাম্প্রতিককালে ভেদাভেদের শিকার হয়েছেন। যে কারণে, এর বিরুদ্ধে তাঁকে এত সোচ্চার হতে দেখা গিয়েছে।
তিনি নিজের জীবন কেমন অতিবাহিত করতে চান, তাও জানান নেহা।
তিনি লিখেছিলেন, তিনি যুবতী, সুন্দরী। কিন্তু, তার চেয়েও গুরুত্বপূর্ণ তিনি জীবিত। তিনি জানিয়ে দেন, জীবনের প্রতিটা মুহূর্ত তিনি বেঁচে থাকতে চান।
সেলিব্রিটিরাও সেই তালিকার বাইরে নন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -