বিয়ের পর এত হট হয়েছেন নেহা ধূপিয়া! না দেখলে বিশ্বাসই হবে না...
আপাতত আপনারাও দেখুন হট নেহা ধূপিয়াকে। ছবি সৌজন্য-- ইনস্টাগ্রাম
দেখে মনে হচ্ছে, বিয়েটা নেহার জন্য ভীষণই লাকি প্রমাণিত হয়েছে। তাই তো তিনি একটার পর একটা প্রোজেক্টে ব্যস্ত হয়ে পড়েছেন। ছবি সৌজন্য-- ইনস্টাগ্রাম
নেহার কাছে কাজের অভাব নেই। হতে পারে, এই কারণে তাঁকে আগের তুলনায় বেশি আত্মবিশ্বাসী দেখাচ্ছে। ছবি সৌজন্য-- ইনস্টাগ্রাম
সম্প্রতি, নেহা যতগুলি ছবি পোস্ট করেছেন, তাতে একটা বিষয় স্পষ্ট। হট দেখার পাশাপাশি, তাঁকে দেখে মনে হচ্ছে তিনি ভীষণভাবে পাল্টে গিয়েছেন। ছবি সৌজন্য-- ইনস্টাগ্রাম
এত কিছুর পর ক্ষণিক ফাঁকা সময় পান নেহা। সেই সময় নিজের একটি দারুন হট ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লেখেন, আজ আমি লেজি মুডে রয়েছি। কারণ, আমি বছরের লেজিয়েস্ট ডে পালন করছি। ছবি সৌজন্য-- ইনস্টাগ্রাম
জুতোর ফটোশ্যুটের পর এমটিভি রোডিজ-এর শোয়ে ছবি তোলাতে দেখা যায় অভিনেত্রীকে। ছবি সৌজন্য-- ইনস্টাগ্রাম
এই ফটোশ্যুটের কিছু ছবি নেহা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ছবি সৌজন্য-- ইনস্টাগ্রাম
ম্যাক্সিম ফটোশ্যুট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই একটি জুতোর ব্র্যান্ডের সঙ্গে ফটোশ্যুট সেরে ফেলেন নেহা। ছবি সৌজন্য-- ইনস্টাগ্রাম
এরপরই, ম্যাক্সিম ম্যাগাজিনের কভার পেজে নেহার হট ফটোশ্যুট প্রকাশ পায়। ছবি সৌজন্য-- ইনস্টাগ্রাম
বিয়ের পরের দিনই, হনিমুনে যাওয়ার পরিবর্তে অঙ্গদের সঙ্গে কাজে মার্কিন মুলুকে যান তিনি। ছবি সৌজন্য-- ইনস্টাগ্রাম
অঙ্গদ বেদীর সঙ্গে বিয়ের পর বলিউড অভিনেত্রী নেহা ধূপিয়া না কেবল হট হয়েছেন, তাঁর ব্যস্ততাও বেড়ে গিয়েছে। ছবি সৌজন্য-- ইনস্টাগ্রাম