বিদায় নেওয়ার সময় বাধা মানল না চোখের জল, বাবাকে জড়িয়ে কান্না নেহা ধূপিয়ার
ছবি-সোশ্যাল মিডিয়া
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনেহা ও অঙ্গদের বিয়ের ব্যাপারে কোনও আগাম খবরই পাওয়া যায়নি। যখন পরিচালক কর্ণ জোহর দুজনকে বিয়ের অভিনন্দন জানান, তখনই বিষয়টি জানা যায়।
দুই তারকা দীর্ঘদিন ধরেই একে অপরের সঙ্গে ডেট করছিলেন।সোশ্যাল মিডিয়াতেও এর আগেও দুজনের ছবি দেখা গিয়েছে।
নেহার বিয়ের অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়েছে।
বিয়ের পর হনিমুনেও রওনা হয়েছেন নবদম্পতি নেহা ও অঙ্গদ। সম্প্রতি তাঁদের দিল্লি বিমানবন্দরে দেখা গিয়েছে।
বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন পরিবারের কয়েকজন হাতেগোনা লোকজন।
নেহা দিল্লির বাসিন্দা। দিল্লির একটি গুরদ্বারে তাঁর বিয়ে হয়। বিয়ের অনুষ্ঠানে গোলাপি লেহেঙ্গা পরেছিলেন নেহা।
সম্প্রতি নেহার ওই আবেগবিহ্বল মুহূর্তের ছবি সামনে এসেছে। ছবিতে বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে দেখা গিয়েছে নেহাকে।
বিয়ের পর স্বামীর বাড়িতে যাওয়ার সময় খুবই আবেগবিহ্বল হয়ে পড়েন নেহা। চোখের জল বাধা মানল না তাঁর। আর পাঁচটা মেয়ে যেমন বিয়ের পর স্বামীর বাড়িতে যাওয়ার আগে আবেগে কেঁদে ফেলেন, সেই একই ঘটনা ঘটল নেহার ক্ষেত্রেও।
বলিউড অভিনেত্রী নেহা ধূপিয়া তাঁর বয়ফ্রেন্ড অঙ্গদ বেদীকে একান্ত পারিবারিক অনুষ্ঠানে বিয়ে করেছেন। নেহার এই চুপিসারে বিয়ে সবাইকে চমকে গিয়েছে। নেহা তাঁর বিয়ে নিয়ে বেজায় খুশি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত সম্পর্কে জানান নেহা। কিন্তু এরপরও বিয়ের সময় খুবই আবেগবিহ্বল হয়ে পড়লেন নেহা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -