হারের মুখে চেন্নাই, গ্যালারিতে উদ্বিগ্ন ধোনি-পত্নী সাক্ষী, মজা করতে দেখা গেল মেয়ে জিভাকে
ম্যাচের আগে মাঠে মেয়ে হিনায়ার সঙ্গে দেখা যায় ভাজ্জিকে।
গতকাল রাতের ম্যাচে রায়নার স্ত্রী প্রিয়ঙ্কা ও ভাজ্জির স্ত্রী গীতা বসরাকে একসঙ্গে দেখা যায়।
সুরেশ রায়না ও হরভজন সিংহের পরিবারকেও দেখা যায় গ্যালারিতে।
আইপিএলে সাক্ষী ও জিভাকে চেন্নাইয়ের ম্যাচের সময় গ্যালারিতে দেখা যায়।
গ্যালারিতে ধোনি-পত্নী সাক্ষীর চোখে-মুখেও তখন উদ্বেগ। কিন্তু জিভার উচ্ছ্বলতায় কোনও খামতি নেই তখনও।
মাঠে চাপের মুখে ছিলেন ধোনি। কিন্তু জিভার তাতে কী! নিজের মতো করেই মজা করল সে।
ম্যাচ চলাকালে বেশ কয়েকবার ক্যামেরাও ধরল জিভাকে।
জিভার কিউটনেসে দর্শকরা এতটাই মুগ্ধ যে ম্যাচ চলাকালে বারেবারেই তার দিকে সবার নজর চলে যায়।
জয়পুরের সোওয়াই মানসিংহ স্টেডিয়ামে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাইকে হারের মুখ দেখতে হল। এরইমধ্যে ধোনির ছোট্ট মেয়ে জিভা আরও একবার দর্শকদের নজর কেড়ে নিল।
জোস বাটলারের দুরন্ত ইনিংসে ভর করে রাজস্থান রয়্যালস শেষ ওভারের থ্রিলারে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আইপিএলের প্লে অফে ওঠার আশা জিইয়ে রেখেছে।