মেয়ের জন্মের পর কাজে যোগ নেহার, বললেন, “মেহরই তাঁর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ”
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Mar 2019 10:33 AM (IST)
1
দীর্ঘ সময়ের পর ফের কাজে যোগ দিলেন বলি অভিনেত্রী নেহা ধুপিয়া। তাঁর বক্তব্য, মেয়ে মেহরই এখন তাঁর জীবনের অগ্রাধিকার। তবে তিনি কাজে মনযোগ দেবেন বলেও জানিয়েছেন।
2
গত বছরের ১৮ নভেম্বর তাঁর একমাত্র সন্তানের জন্ম দিয়েছেন নেহা।
3
মেয়ের জন্মের মাস তিনেক পর ফের কাজে যোগ দিতে চলেছেন নেহা ধুপিয়া।
4
নেহা তাঁর ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, “গর্ভবতী হলে, অনেকেই অনেক কিছু বলে থাকেন। সন্তানের জন্মের পর আপনার জীবন পরিবর্তন হবে। ঘুমের সময়েরও পরিবর্তন হবে, মানসিকতার পরিবর্তন হবে এবং আপনার হৃদয়ে আরও একটি জায়গা তৈরি হবে।”
5
মেহর আমার জীবনের অগ্রাধিকার। তবে আমি একজন কর্মপ্রাণ মা হতে চাই। আমি কাজ করতে ভালবাসি।
6
উল্লেখ্য, গত বছর ১০ মে সাতপাকে বাঁধা পড়েছিলেন অঙ্গদ বেদি ও নেহা ধুপিয়া।
7
ছবি সৌজন্যে- ইনস্টাগ্রাম