নয়াদিল্লি: বিস্ফোরক নেহা কক্কর। বলিউডে গান গেয়ে পয়সা পাওয়া যায় না বলে চাঞ্চল্যকর দাবি করলেন বর্তমান সময়ের নামী গায়িকা, যিনি গরমি, আঁখ মারে, ও সাকি, দিলবর, কালা চশমার মতো একাধিক সুপারহিট গান উপহার দিয়েছেন। সমসাময়িক বলিউডের শীর্ষে থাকা গায়িকাদের মতোই সমান জনপ্রিয় তিনি, কিন্তু সেই নেহা ক্ষোভে ফেটে পড়ে ফিল্ম ইন্ডাস্ট্রি গায়কদের দিয়ে গান গাইয়ে নিয়ে পয়সাই দেয় না বলে অভিযোগ করছেন। তিনি বলেছেন, বলিউডে গান গাওয়ার জন্য কোনও পয়সাই দেওয়া হয় না আমাদের। ওরা মনে করে, একটা গান সুপারহাট হলে, গায়ক বা গায়িকা শো থেকেই পয়সা কামাবে।

সংবাদ সংস্থাকে ৩১ বছর বয়সি গায়িকা বলেছেন, লাইভ কনসার্ট বা আর সব জায়গা থেকে ভাল আয় হয়। কিন্তু বলিউডে তার বালাই নেই। আমাদের দিয়ে গান করিয়ে ওরা পয়সা দেয় না।

নেহা সামনেই একটি গানে হাজির হচ্ছেন গায়ক ইয়ো ইয়ো হানি সিংহের সঙ্গে। গানের শিরোনাম মস্কো সুকা। এটা পঞ্জাবি, রুশ ভাষার মিশ্রণ। রুশ ভাষার অংশটি গাইছেন একতারিনা সিজোভা।

ইনস্টাগ্রামে আজই নেহা ভাই টোনি কক্করের সঙ্গে নিজের বেশ কিছু ছবি পোস্ট করেছেন, ভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।