নয়াদিল্লি: করোনাভাইরাসের মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। স্বেচ্ছায় গৃহবন্দি হয়ে সময় কাটাতে হচ্ছে সকলকে। আর তাতেই বাড়ছে গার্হস্থ্য হিংসা। দাম্পত্য কলহ যেমন বাড়ছে, তেমনই নানারকম পারিবারিক অশান্তি ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে। গোটা দেশের অপরাধ রিপোর্ট বলেছে, লকডাউনে চুরি-ছিনতাই, খুন-জখম-রাহাজানি কমলেও, গার্হস্থ্য বা পারিবারিক হিংসার রেখাচিত্র ঊর্ধ্বমুখী।
নববধূর উপর শ্বশুরবাড়ির নির্যাতন, স্বামীর হাতে স্ত্রীর নিগ্রহ বা ছেলে ও পুত্রবধূর হাতে শ্বশুর-শাশুড়ি নিগ্রহের ঘটনা ক্রমশ বাড়ছে। লকডাউনে এমন গার্হস্থ্য হিংসা বাড়তে থাকায় উদ্বিগ্ন জাতীয় মহিলা কমিশন। শুক্রবার একটি হোয়াটসঅ্যাপ নম্বর প্রকাশ করল তারা। যে নম্বরে হোয়াটসঅ্যাপ করেই জানানো যাবে অভিযোগ।
লকডাউনে থানায় অভিযোগ জানাতে যাওয়া দূর অস্ত, বিধিনিষেধের কারণে ঘরের বাইরেই বেশিরভাগ মানুষ পা রাখতে পারছেন না। তাই জাতীয় মহিলা কমিশনের তরফে এই হোয়াটসঅ্যাপ নম্বরটি শেয়ার করা হয়েছে। অত্যাচারিতরা যাতে নির্দ্বিধায় কমিশনে অভিযোগ জানাতে পারেন। মহিলা কমিশন সেইমতো পদক্ষেপ করবে।
শুধু নির্যাতিতা নন, এ ধরনের হিংসা কারওে চোখে পড়লে, তিনিও কমিশনকে এই বিষয়ে জানাতে পারেন। সূত্রের খবর, ২৪ মার্চ থেকে ১ এপ্রিলের মধ্যে মহিলা কমিশনে ২৫৭টি অভিযোগ নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ৬৯টি গার্হস্থ্য হিংসার।
লকডাউনে বাড়ছে গার্হস্থ্য হিংসা, হোয়াটসঅ্যাপে অভিযোগ জানানোর ব্যবস্থা জাতীয় মহিলা কমিশনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Apr 2020 11:12 AM (IST)
গোটা দেশের অপরাধ রিপোর্ট বলেছে, লকডাউনে চুরি-ছিনতাই, খুন-জখম-রাহাজানি কমলেও, গার্হস্থ্য বা পারিবারিক হিংসার রেখাচিত্র ঊর্ধ্বমুখী।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -