মুম্বই: তিনি গায়িকা, তবে মিউজিক ভিডিওর জন্য গোটা নাচের স্টেপ শিখে নিয়েছিলেন মাত্র একদিনেই। তিনি জনপ্রিয় গায়িকা নেহা কক্কর। সম্প্রতি এমনই এক অভিজ্ঞতার কথা ভাগ করেছেন কোরিওগ্রাফার অতুল জিন্দাল।
সদ্যই মুক্তি পেয়েছে নেহা কক্কর এবং টোনি কক্করের নতুন মিউডিক ভিডিও 'কাঁটা লাগা' (Kanta Laga)। মিউজিক ভিডিওতে কক্কর ভাইবোনের সঙ্গে রয়েছেন ইয়ো ইয়ো হানি সিংহ-ও। তিনজনের একসঙ্গে কাজ করা এই প্রথম। আর সেই ভিডিও শ্যুটেরই কিছু অভিজ্ঞতা শেয়ার করেছেন কোরিওগ্রাফার অতুল জিন্দাল।
এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে জিন্দাল জানিয়েছেন, 'নেহা এবং টোনির সঙ্গে আমার এই প্রথম কাজ। ফাইনাল টেকের কিছুক্ষণ আগেই আমার সঙ্গে নেহার দেখা হয়েছে সেই বার। কাজেই এইটুকু সময়ের মধ্যে একটা গোটা কোরিওগ্রাফি শেখানোর বিষয়ে আমি বেশ ঘাবড়ে গিয়েছিলাম। কিন্তু নেহা ভীষণ পাওয়ারফুল পারফর্মার। বিষয়টি ও খুব ভালভাবে রপ্ত করল। আমি চ্যালেঞ্জ করতে পারি, ভিডিওটি দেখে দর্শকরা বুঝতেই পারবেন না, নেহা গোটা নাচের স্টেপটা শেখার জন্য একটা দিন মাত্র সময় পেয়েছে'।
ইউটিউবে এই ভিডিও মুক্তি পাওয়া মাত্রই ঝড় তুলেছে দর্শকদের মধ্যে। হানি সিংহ-র সঙ্গে হওয়া অভিজ্ঞতার কথাও জানিয়েছেন কোরিওগ্রাফার অতুল জিন্দাল। তাঁর কথায়, 'এটা অসাধারণ অভিজ্ঞতা ছিল। ওর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভীষণই মজার। ও একজন ভীষণ ভাল শিল্পী এবং কাজের ক্ষেত্রে আমাকে সমবসময়েই স্বাধীনতা দেন'।
অতুল আরও জানিয়েছেন, 'দীর্ঘদিন ধরে কাজ করার ফলে ওর সঙ্গে আমার একটা কমফোর্ট লেবেল তৈরি হয়েছে। আমি জানি কোন কোরিওগ্রাফি ওর জন্য মানানসই। ওর এনার্জি এবং কর্মদক্ষতা আমার কোরিওগ্রাফিকে ১০ গুণ ভাল করে দেয়।'
উল্লেখ্য, নতুন মিউজিক ভিডিও 'কাঁটা লাগা'-তে হানি সিংহের (Yo Yo Honey Singh) সঙ্গে কাজ করার প্রসঙ্গে নেহা কক্কর (Neha Kakkar) বলেছেন,'এর আগেও আমি টোনি এবং হানি সিংহের সঙ্গে কাজ করেছি। এই ভিডিওতে কাজ করতে গিয়ে অনেক মজার অভিজ্ঞতা হয়েছে। দারুণ এনজয় করে আমরা কাজ করেছি। তাছাড়া ওদের দুজনের সঙ্গে কাজ করা পার্টি করার মতোই। এবার দর্শকদেরও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই পার্টিতে যোগ দেওয়ার জন্য।'
'কাঁটা লাগা' গানটি পরিচালনা করেছেন মিহির গুলাটি। গানটি মুক্তি পেয়েছে অংশুল গর্গের দেশি মিউজিক ফ্যাক্টরি নামক সংস্থা থেকে। এ প্রসঙ্গে অংশুল গর্গ জানান, 'দর্শকদের উত্তেজনা টের পাচ্ছি। তাঁরা যেভাবে গানটি নিয়ে উচ্ছাস প্রকাশ করেছেন, তা দেখে ভাল লাগছে। গানটি নেহা, টোনি এবং হানি-র অনুরাগীদের উদ্দেশে তৈরি করা হয়েছে। সব মিলিয়ে গানটি তৈরি এবং তিনজনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ।'