ফাঁস হয়ে গেল! ‘ইন্দু সরকার’ ছবিতে সঞ্জয় গাঁধীর চরিত্রে অভিনয় করছেন বলিউডের কোন নায়ক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Mar 2017 05:34 PM (IST)
মুম্বই: ১৯৭৫ সালের জরুরি অবস্থার সময়কার গল্প তুলে ধরা হবে মধুর ভণ্ডরকারের পরবর্তী ছবি ‘ইন্দু সরকার’-এ। এই ছবিতে সঞ্জয় গাঁধীর চরিত্রে অভিনয় করছেন নীল নীতিন মুকেশ। যদিও প্রথমে ছবির প্রযোজকদের তরফে দাবি করা হয়েছিল ছবির নাম ‘ইন্দু সরকার’ হলেও, এর সঙ্গে ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর কোনও সম্পর্ক নেই। তাঁর সম্পর্কিত কোনও তথ্যের এখানে সরাসরি উল্লেখও থাকবে না। কিন্তু তারপরই ছবির একটি দৃশ্য ফাঁস হয়ে যায়। সেখানে নীল নীতিন মুকেশকে সঞ্জয় গাঁধীর চরিত্রে দেখা যায়। প্রসঙ্গত, এই ছবির চিত্রনাট্যের বিষয় অভিনেতারা এবং পরিচালক দুতরফই প্রথম থেকে মুখে কুলুপ এঁটে রেখেছিল। সেইজন্যে অভিনেতারা কে কোন চরিত্রে অভিনয় করছেন সেপ্রসঙ্গে কারও কাছে কোনও স্পষ্ট তথ্য ছিল না। এই ছবি ফাঁসের সঙ্গে সঙ্গে জানা গিয়েছে, ছবিতে ইন্দিরা গাঁধীর চরিত্রে দেখা যাবে সুপ্রিয়া বিনোদকে। ছবিতে অন্য চরিত্রে অভিনয় করছেন কীর্তি কুলহারি এবং টলিউডের টোটা রায়চৌধুরী। ‘ইন্দু সরকার’-এ প্রথমবারের জন্যে একসঙ্গে কাজ করছেন সুরকার অনু মালিক এবং বাপ্পি লাহিড়ি। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে এই ছবির শ্যুটিং শুরু হয়েছে। ২০১৭ সালের মাঝামাঝি মুক্তি পাবে এই ছবি।