কলকাতা: দুই বোনের গল্প নিয়ে তৈরি হচ্ছে পরিচালক সায়ন বসু চৌধুরী (Sayan Basu Chowdhury)-র নতুন ছবি 'নার্ভ' (Nerve)। এবার মুক্তি পেতে চলেছে ছবির প্রথম গান। রাজ বর্মন (Raj Burman) এবং প্রস্মিতা পালের (Prashmita Paul) কণ্ঠে তৈরি গানের নাম 'হেরেছে দিল' (Herechhe Dil)। হয়ে গেছে গানের রেকর্ডিং।
'নার্ভ' ছবির নতুন গান
'রাধে কৃষ্ণ ফিল্মস'-এর ব্যানারে আদেশ আগরওয়ালের প্রযোজনায় তৈরি এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে রূপসা মুখোপাধ্যায় (Rupsha Mukherjee) ও অক্ষয় গুপ্তাকে (Akshay Gupta)। দুই বোনের এক অন্য ধারার কাহিনি ফুটে উঠবে এই ছবিতে। অতিথি শিল্পী হিসেবে ছবিতে উপস্থিত থাকবেন অভিনেতা ইশান মজুমদার (Ishan Majumdar) ও অনন্যা গুহ (Ananya Guha)। এই ছবির হাত ধরেই অভিনয়ে ডেবিউ (Debut) করতে চলেছেন অক্ষয় গুপ্তা। এছাড়াও ছবির অন্যান্য একাধিক চরিত্রে অভিনয় করছেন বুদ্ধদেব ভট্টাচার্য, সাথী মুখোপাধ্যায় এবং শুভজিৎ আদগিরি।
ছবিতে রূপসাকে অভিনয় করতে দেখা যাবে সম্রাজ্ঞী নামক চরিত্রে। ঋত্বিকার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অনন্যাকে। ছবিতে অনন্যার চরিত্রটি প্যারালাইজড। তাঁকে দেখা যাবে হুইল চেয়ারে বসে থাকতে। হাঁটতে পারে না তাঁর চরিত্র।
আরও পড়ুন: Hridpindo: 'মন কেমনের জন্মদিন' মন ছুঁয়ে গেল শ্রোতাদের, 'হৃদপিন্ড' মুক্তি পাবে ১৩ মে
ঋত্বিকাকে দেখাশোনা করে তাঁর দিদি। ছবিতে ঋত্বিকা ভালবাসে দেব অর্থাৎ অক্ষয় অভিনীত চরিত্রটিকে। কিন্তু সময়ের গতিপথে কারও কোনও নিয়ন্ত্রণ নেই। সময় কোন দিকে নিয়ে যাবে এই তিনজন মানুষের ভাগ্যকে? লড়াই করতে করতে এক সময় কি ভাগ্যের কাছে হেরে যাবে তারা? এই সব প্রশ্নের উত্তর নিয়েই আসতে চলেছে 'নার্ভ'।
ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন অমিত মিত্র। তাঁর এবং সান্বয় মিত্রের লেখা ছবির প্রথম গান 'হেরেছে দিল' মুক্তি পাবে রাজ বর্মন এবং প্রস্মিতা পালের কণ্ঠে।