ঐশ্বর্যর সঙ্গে রোম্যান্স করতে হবে, ভেবেই নার্ভাস লাগছে এই তরুণ অভিনেতার
সম্প্রতিই মুক্তি পেয়েছেন রাজকুমারের নিউটন। সমস্ত জায়গা থেকে মারাত্মক প্রশংসাও কুড়িয়েছে এই ছবি।
ফ্যানি খানে রাজকুমার-ঐশ্বর্য ছাড়াও রয়েছেন অনিল কপূর। এছাড়া অভিনেতা কাজ করছেন নম্রতা সিংহ গুজরালের ফাইভ ওয়েডিং ছবিতে। সেখানে তাঁর বিপরীতে রয়েছেন নার্গিস ফকরি
শুধু কয়েকটি ওয়ার্কশপ তাঁরা একসঙ্গে করেছেন।
সামনেই মুক্তি পাচ্ছে রাজকুমারের ছবি শাদি মে জরুর আনা। সেই ছবির ট্রেলর প্রকাশ অনুষ্ঠানে নিজের এই ভয়ের কথা জানিয়েছেন রাজকুমার
এছাড়া ওয়েব সিরিজ বোস ডেড ওর অ্যালাইভ-এ সুভাষ চন্দ্র বোসের চরিত্রে অভিনয় করবেন রাজকুমার
বিশ্বের অন্যতম সুন্দরী মহিলা ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে ফ্যানি খান ছবিতে রোম্যান্স করতে দেখা যাবে অভিনেতা রাজকুমার রাওকে।
সেইজন্যে মারাত্মক নার্ভাস লাগছে অভিনেতার, জানিয়েছেন রাজকুমার নিজেই
এখনও পর্যন্ত প্রাক্তন বিশ্বসুন্দরীর সঙ্গে কোনও দৃশ্য শ্যুট করেননি রাজকুমার।