WB Jobs 2022: রাজ্যে স্বাস্থ্য বিভাগে চাকরিপ্রার্থীদের জন্য সুখবর রয়েছে। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগে কমিউনিটি হেলথ অফিসার (সিএইচও) পদের বিজ্ঞপ্তি জারি করেছে দফতর। এই পদগুলিতে আবেদনের শেষ তারিখ ৩০ জুন রাখা হয়েছে। 16 জুন, ২০২২ থেকে আবেদনের প্রক্রিয়া চলছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা এই পদগুলিতে আবেদনের জন্য নির্ধারিত সময়সীমার মধ্যে wbhealth.gov.in সাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট 1203 টি শূন্যপদে নিয়োগ করা হবে।
WB Jobs 2022: গুরুত্বপূর্ণ তারিখগুলো
অনলাইন আবেদন শুরুর তারিখ - 16 জুন 2022
রেজিস্ট্রেশনের শেষ তারিখ - 20 জুন 2022
আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ - ২৫ জুন ২০২২
সম্পূর্ণ আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ - 30 জুন 2022
WB Jobs 2022: শূন্যপদের বিবরণ
সাধারণ - 483
SC- 330
ST- 90
OBC A- 150
ওবিসি বি -105
PWD- 45
WB Jobs 2022: নির্বাচন প্রক্রিয়া
লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হবে। পরে সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের একটি মেধা তালিকা প্রস্তুত করা হবে। লিখিত পরীক্ষা হবে 85 মার্কসের ও ইন্টারভিউ নেওয়া হবে 15 মার্কসের।
WB Jobs 2022: কত বেতন
কমিউনিটি হেলথ অফিসার পদে নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে 20,000 টাকা বেতন ও সর্বোচ্চ 5,000 টাকা স্টাইফেন দেওয়া হবে। প্রার্থীদের এই ক্ষেত্রে আবেদনকারীর বয়স 40 বছরের বেশি হওয়া উচিত নয়।
WB Jobs 2022: শিক্ষাগত যোগ্যতা
এই পদগুলির জন্য আবেদনকারী প্রার্থীদের BAMS উত্তীর্ণ হতে হবে। তাদের পশ্চিমবঙ্গ আয়ুর্বেদ কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে। এই ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। বাংলায় পড়তে, লিখতে ও কথা বলতে সক্ষম হতে হবে আবেদনকারীকে।
WB Jobs 2022: কীভাবে আবেদন করতে হবে জানেন ?
প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট wbhealth.gov.in - এ যান।
হোমপেজের ডান পাশে দেওয়া 'অনলাইন রিক্রুটমেন্ট'-এ ক্লিক করুন।
এবার 'সিএইচও পোস্টের জন্য নিবন্ধন' লিঙ্কে ক্লিক করুন।
আবেদনের জন্য আপনার বিবরণ লিখুন।
রেজিস্ট্রেশনের পর লগইন করুন।
তারপরে আপনার আবেদন ফর্মটি পূরণ করুন।
আরও পড়ুন : Indian Army Jobs: সেনাবাহিনীতে অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি, আবেদনের শেষ তারিখ ৩০ জুলাই
Education Loan Information:
Calculate Education Loan EMI