Realms C30 Launch: ভারতে লঞ্চ হল রিয়েলমি সি৩০ ফোন (Realms C30)। এই বাজেট স্মার্টফোনের (Budget Smartphone) দাম মাত্র ৭৪৯৯ টাকা। তবে দামে কম হলেও ফিচার এবং স্পেসিফিকেশনে তাক লাগবে এই ফোন। তাই একনজরে দেখে নেওয়া যাক রিয়েলমি (Realme) সি৩০ ফোনের বিভিন্ন বৈশিষ্ট্য।
রিয়েলমি সি৩০ ফোনের দাম ভারতে কত?
এই ফোনের ২ জিবি র্যাম ভ্যারিয়েন্টের দাম ৭৪৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৩ জিবি র্যাম ভ্যারিয়েন্টের দাম ৮২৯৯ টাকা। ২৭ জুন দুপুর ১২টা থেকে দেশে এই ফোনের বিক্রি শুরু হবে। ব্যাম্বু গ্রিন, ডেনিম ব্ল্যাক এবং লেক ব্লু--- এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি সি৩০ ফোন। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং রিয়েলমির অফিশিয়াল ওয়েবসাইট ছাড়াও এই ফোন কেন যাবে বিভিন্ন রিটেল শপ থেকে।
রিয়েলমি সি৩০ ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন দেখে নিন
১. এই ফোনে রয়েছে একটি 5000mAh ব্যাটারি। একবার চার্জ দিলে টানা ৪৫ দিন স্ট্যান্ডবাই টাইম থাকবে বলে দাবি করেছে সংস্থা।
২. রিয়েলমি সি৩০ ফোনের ওজন ১৮২ গ্রাম। কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনও রয়েছে 4G LTE, ওয়াইফাই, ব্লুটুথ ভি ৫.০, মাইক্রো USB, ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, জিপিএস/ এ-জিপিএস ও আরও অনেক কিছু।
৩. রিয়েলমি সি৩০ ফোনে ৩২ জিবি UFS 2.2 অনবোর্ড স্টোরেজ রয়েছে। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এই স্টোরেজের পরিমাণ ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
৪. ক্যামেরা ফিচারেও বেশ নজর কেড়েছে রিয়েলমির এই বাজেট ফোন। এখন রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। আর ফোনের পিছনের অংশে রয়েছে ৮ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর এবং এলইডি ফ্ল্যাশ। এছাড়াও এই ক্যামেরায় HDR মোডও রয়েছে।
৫. এই ফোনে একটি ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। এছাড়াও এই ফোনে Android 11 (Go Edition) এবং Realme UI Go Edition- এর সাপোর্ট রয়েছে। রিয়েলমি সি৩০ ফোনে একটি octa-core Unisoc T612 SoC রয়েছে।
আরও পড়ুন : Realme Q5x Launch: নতুন বাজেট ফোন আনল রিয়েলমি, জেনে নিন দাম ও স্পেকস