কলকাতা: তৃপ্তি দিমরি (Triptii Dimri)-র সঙ্গে এবার রাজকুমার রাও (Rajkumar Rao)-এর জুটি বাঁধছেন, এই খবর ইতিমধ্যেই সবার জানা। মুক্তির অপেক্ষায় নতুন ছবি 'ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিও' (Vicky Vidya Ka Woh Wala Video)। সদ্য মুক্তি পেয়েছে এই ছবির নতুন গান। এটি একটি ডান্স নম্বর ও এই গানের সঙ্গে নাচ করতে দেখা গিয়েছে তৃপ্তি দিমরিকে। শুধু নাচ বলে ভুল হবে, যথেষ্ট আবেদনময়ী সেই নাচ। তবে সোশ্যাল মিডিয়ার নতুন ক্রাশ তৃপ্তির এই নাচ মনে ধরেনি নেটিজেনদেন। অনেকে মনে করছেন, তিনি তাঁর 'অ্যানিমাল' ছবির চরিত্র থেকে বেরতেই পারছেন না।
'মেরে মেহবুব' গানটি কোরিওগ্রাফ করেছেন গণেশ আচার্য্য। গানটি গেয়েছেন শিল্পা রাও। গানটিতে নাচ করতে দেখা গিয়েছে তৃপ্তি দিমরিকে। মুক্তির পরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এই গান। কিন্তু এই গানে তৃপ্তির স্টেপ মনে ধরেনি নেটিজেনদের। একজন লিখেছেন, 'তৃপ্তি ভাল নৃত্যশিল্পী, কিন্তু কোরিওগ্রাফার ওঁকে সঠিকভাবে ব্যবহার করতে পারেননি।' অনেকে আবার লিখেছেন, 'তৃপ্তি ভীষণ খারাপ নাচ করে, কোরিওগ্রাফারকে অপব্যবহার করেছেন তৃপ্তিই।' অনেকে আবার লেখেন, 'অ্যানিমালের চরিত্র থেকে বেরতেই পারছেন না তৃপ্তি'।
এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কটাক্ষের শিকার হয়েছেন তৃপ্তি। এর আগে ভিকি কৌশলের সঙ্গে একটি সিনেমা করেছিলেন তৃপ্তি। ছবিটির নাম ছিল 'ব্যাড নিউজ' (Bad News)। এই ছবিতে ভিকি কৌশলের সঙ্গে একাধিক ঘনিষ্ঠ দৃশ্য ছিল তৃপ্তির। এই ছবির জন্য একাধিকবার কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী। প্রসঙ্গত, তৃপ্তি দিমরির জীবনের নতুন মোড় শুরু হয় 'অ্যানিমাল' ছবিটির পর থেকে। এই ছবিতে রণবীর কপূরের সঙ্গে অভিনয় করেছিলেন তৃপ্তি। একাধিক ঘনিষ্ঠ দৃশ্য ,আবেদনময়ী অভিনয়ের জন্য শিরোনামে এসেছিলেন তৃপ্তি। এরপর থেকেই তৃপ্তি একাধিক অফার পেতে শুরু করেন ভাল ভাল ছবির। তবে অনুরাগীদের অভিযোগ, এবার টাইপকাস্ট হয়ে যাচ্ছেন অভিনেত্রী। একই ধরণের আবেদনময়ী চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। আর সেই কারণেই 'ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিও' -র নতুন গান প্রকাশ্যে আসতে মোটেই খুশি নন নেটিজেনরা।
আরও পড়ুন: Urmila Matondkar: আট বছরের দাম্পত্যে ইতি টানছেন ঊর্মিলা, বিচ্ছেদ চেয়ে আদালতে নায়িকা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।