সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: আর জি কর কাণ্ডের আবহে এবার আরও জাঁকজমক উৎসবের ডাক তৃণমূল বিধায়কের। 'যাঁরা বলছেন উৎসবে নেই, আমাদের চ্যালেঞ্জ আরও ভাল করে উৎসব করা। গত বছর যা আলো ছিল, এবার তার থেকেও বেশি হবে। আমরাও প্রমাণ করতে চাই, আমরাও উৎসবে আছি', মধ্যমগ্রামে পুজো-বৈঠকে মন্তব্য উত্তর ২৪ পরগনার জেলা পরিষদ সভাধিপতি নারায়ণ গোস্বামীর।


রাজ্য সরকারের পুজো-অনুদান নেবে না বলে ঘোষণা করে, এখন টাকা নেওয়ার জন্য পিছনে ঘুরছে পুজো কমিটি। পুজো এবার গতবারের থেকেও বড় করে হবে। প্রমাণ হবে, আমরা উৎসবে আছি। মধ্যমগ্রামে পুজো কমিটিগুলির সমন্বয় বৈঠকে এমনই দাবি করলেন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। 


বিধায়কের আশ্বাস, টাকা চাওয়ার কথা সাংবাদিক বৈঠক ডেকে জানালে ওই ক্লাবের আবেদন বিবেচনা করে দেখা হবে। পুজো আয়োজনে সমস্যায় পড়লে, তিনি উদ্যোক্তাদের পাশে থাকবেন বলেও জানান অশোকনগরের তৃণমূল বিধায়ক। এখনও পর্যন্ত অশোকনগরের দোগাছিয়া এলাকার বাবা পঞ্চানন দুর্গোৎসব কমিটিই পুজো অনুদান না নেওয়ার কথা ঘোষণা করেছিল। নাম না করে বিধায়ক ওই ক্লাবকেই নিশানা করেছেন বলে অনুমান। পুজো কমিটির দাবি, তাদের নামে নকল প্যাড ছাপিয়ে কেউ সরকারি অনুদান নিতে চাইলে তার দায় ক্লাবের নয়।                       


আরও পড়ুন, ঝেঁপে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, পুজোর মুখে টানা দুর্যোগের আশঙ্কা?


এদিকে, আরজি কর-কাণ্ডের প্রতিবাদে, দুর্গাপুজোর জন্য রাজ্য সরকারের দেওয়া ৮৫ হাজার টাকার অনুদান নিতে অস্বীকার করেছে কলকাতা ও জেলার বেশ কয়েকটি পুজো সংগঠন। এ বার সেই তালিকায় যোগ হল পুরুলিয়ার ঝালদা এক নম্বর ব্লকের পুজো কমিটি টাটুয়াড়া মা শ্মশান কালীমন্দির সমিতি। গত ২ বছর ধরে রাজ্য সরকারের অনুদান পেয়ে আসছে এই পুজো কমিটি। 
আর জি কর-কাণ্ডের প্রতিবাদে এ বছর অনুদান না নেওয়ার কথা বলে গত সপ্তাহে চিঠি দেওয়া হয়েছে জেলাশাসককে। ক্লাবগুলিকে পুজোর অনুদান দেওয়া নিয়ে বিতর্ক শুরু থেকেই। তারপরেও ৭০ হাজার টাকা থেকে এ বছর বাড়িয়ে তা ৮৫ হাজার করা হয়েছে। 


 


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে