নয়াদিল্লি: প্রকাশ্যে এল বরুণ ধবন (Varun Dhawan) ও জাহ্নবী কপূর (Janhvi Kapoor) অভিনীত 'বাওয়াল' ছবির টিজার (Bawaal Teaser Out)। বুধবার এই টিজার প্রকাশ্যে আসতেই দুই ভাগে বিভক্ত হয়ে যায় ইন্টারনেট। অনেকেই এই টিজারের প্রশংসা করেছেন। তবে একইসঙ্গে একদল নেটিজেন টিজারে দেখানো নাৎজি জার্মানির গ্যাস চেম্বার (Nazi Germany's gas chambers) নিয়ে খুব একটা খুশি নন। 


প্রকাশ্যে 'বাওয়াল' টিজার, দ্বিধাবিভক্ত সোশ্যাল মিডিয়া


অ্যামাজন প্রাইমে মুক্তি পেতে চলেছে বরুণ ধবন ও জাহ্নবী কপূর অভিনীত, নীতেশ তিওয়ারি পরিচালিত 'বাওয়াল'। প্রকাশ্যে এসেছে টিজার। প্রথম থেকে সাধারণ প্রেম কাহিনির মনে হলেও শেষ দৃশ্যে এসে দেখানো হয়েছে দুই মুখ্য চরিত্র বন্দি এক নাৎজি জার্মান গ্যাস চেম্বারে। দেখা যাচ্ছে অনেক মানুষের সঙ্গে বন্দি দুই তারকা, এবং প্রত্যেকে খানিক বিশুদ্ধ বাতাসের জন্য হাঁসফাঁস করছেন। তখনই একজন চেম্বারের একমাত্র ছোট্ট খোলা জায়গাটিও বন্ধ করে দিলেন। দুই মুখ্য চরিত্রের গল্প গণহত্যার প্রেক্ষাপটে তৈরি, এবং যে ব্যক্তি চেম্বারের জানালা বন্ধ করলেন তাঁর পোশাক থেকে আন্দাজ করা যায় তিনি নাৎজি জার্মানির প্রতিনিধি। টিজারে নেপথ্য কণ্ঠের মাধ্যমে শোনা যায় জাহ্নবী বলছেন যে 'খুব দেরি হওয়ার' আগে বরুণের ভালবাসা তাঁর বুঝে যাওয়া উচিত ছিল। 


 






এই টিজার প্রকাশ্যে আসার পর ট্যুইটারে একদল নেটিজেন তাঁদের ক্ষোভ উগড়ে দেন। এক নেটিজেন লেখেন, 'দাঁড়ান, শেষ দৃশ্যচটা গণহত্যার ইঙ্গিত দিল? কিন্তু একটা প্রেমের গল্পে এই প্রসঙ্গ টানার অর্থ কী? যদি এটা নিয়ে ঠিকভাবে কাজ করা না যায় তাহলে প্রবল সমালোচনার ঝড় বয়ে যাবে। কোনও কিছুই ওই দুঃখজনক ঘটনাক সঙ্গে তুলনা করা যায় না।' অপর একজন লেখেন, 'গ্যাস চেম্বার? নাৎজি জার্মানি?'


 






 






 






 






নাৎজি দল ইউরোপ এবং স্ক্যান্ডিনেভিয়ার প্রধান অঞ্চলগুলির নিয়ন্ত্রণ দখল করার সঙ্গে সঙ্গে এটি পোল্যান্ড, জার্মানি, অস্ট্রিয়া এবং ইউরোপের অন্যান্য অঞ্চলে ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণামূলক অপরাধের একটি ঢেউ ছড়িয়ে দেয়। মানব সভ্যতার অন্যতম জঘন্য রক্তাক্ত অপরাধমূলক ঘটনা হচ্ছে প্রায় ৬০ লক্ষ ইউরোপিয়ান ইহুদিদের হত্যাকাণ্ড নাৎজিদের দ্বারা। 


আরও পড়ুন: AI Designed Drug: এই প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে তৈরি হয়েছে ওষুধ! চলছে হিউম্যান ক্লিনিকাল ট্রায়াল


নীতেশ তিওয়ারি, নিখিল মেহরোত্র, পীযূষ গুপ্ত, শ্রেয়স জৈন ও অশ্বিনী আইয়ার তিওয়ারি, এঁরা প্রত্যেকে 'বাওয়াল' ছবির চিত্রনাট্যে সহযোগিতা করেছেন। এই ছবি প্রেক্ষাগৃহে নয়, বরং সরাসরি মুক্তি পাবে ওটিটিতে। ২১ জুলাই অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে এই ছবি। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial