নয়াদিল্লি: আজ থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। মূলত আলোচনা হবে কাশ্মীর পরিস্থিতি, আর্থিক মন্দা ও ক্রমবর্ধমান বেকারত্ব নিয়ে। এছাড়া ফের নতুন করে পেশ হবে নাগরিকত্ব সংশোধনী বিল। ১৩ ডিসেম্বর শেষ হতে চলেছে শীতকালীন অধিবেশন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধিবেশনের আগে সর্বদল বৈঠকে আশ্বাস দিয়েছেন, সরকার সমস্ত ইস্যু আলোচনার জন্য তৈরি।


এবার দেখে নিন, কী কী পদক্ষেপ করা হতে পারে এই অধিবেশনে।

১। নাগরিকত্ব সংশোধনী বিল। প্রতিবেশী রাষ্ট্রগুলি থেকে ধর্মীয় কারণে নিপীড়িত হওয়ার অমুসলিম নাগরিকদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে এই বিলে।

২। সরকার এবারের অধিবেশনে পেশ হতে চলা বিলের তালিকায় রেখেছে এই বিলটিকে।

৩। রয়েছে ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বিল, ২০১৯, অ্যান্টি মেরিটাইম পাইরেসি বিল, ২০১৯ ও উভকামী ব্যক্তিদের (অধিকার সংরক্ষণ) বিল, ২০১৯ সহ ৪৭টি বিল।

৪। এছাড়া সরকার দুটি অর্ডিন্যান্স নতুন করে পাশ করবে, একটি কর সংক্রান্ত, অন্যটি ই সিগারেটের ওপর নিষেধাজ্ঞার ওপর।

৫। ২৬ দিন ধরে চলবে শীতকালীন অধিবেশন। সব মিলিয়ে সংসদ বসবে ২০ বার। এই ২৬ দিনের মধ্যে ৪ দিন রয়েছে প্রাইভেট মেম্বার্স ডে।

৬। ২৬ তারিখ সংবিধান দিবস, ওদিন সংসদের যৌথ অধিবেশন বসতে পারে।

৭। লোকসভায় এবার বিরোধীদের শক্তি বেড়েছে, শিবসেনা এনডিএ থেকে বেরিয়ে গিয়েছে। তাদের জায়গা হবে বিরোধী বেঞ্চে।

৮। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে আর্থিক মন্দা নিয়ে বিরোধীদের প্রশ্নের জবাব দিতে হবে।

বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার ২০১৪-র থেকেও বেশি সমর্থন নিয়ে ফিরে এসেছে আরও ৫ বছরের জন্য। এটি তাদের দ্বিতীয় সংসদীয় অধিবেশন। শেষ ৬৭ বছরের মধ্যে সর্বাধিক বিল পাশ হয়েছে গত অধিবেশনে। তাৎক্ষণিক তিন তালাক বিল ও জাতীয় তদন্তকারী সংস্থাকে আরও ক্ষমতা দেওয়ার মত বিল দুটি কক্ষে পাশ হয়েছে। জম্মু কাশ্মীরের বিশেষ অধিকার খর্ব করা হয়েছে, রাজ্য ভেঙে দু’টুকরো করে তৈরি হয়েছে নতুন দুটি কেন্দ্রশাসিত অঞ্চল, লাদাখ ও জম্মু কাশ্মীর।