মুম্বই: সম্প্রতি মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানার (Ayushmann Khurrana) নতুন ছবি 'চণ্ডীগড় করে আশিকি' (Chandigarh Kare Aashiqui)। মুক্তি পাওয়ার পর থেকে এই ছবিতে অভিনয়ের জন্য প্রশংসায় ভাসছেন আয়ুষ্মান খুরানা। শুধু অনুরাগীরাই প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন না। বলিউডের গ্রীক গড হৃত্বিক রোশনও মন খুলে প্রশংসা করেছেন আয়ুষ্মানের। এমনটাও বলেছেন, আয়ুষ্মান তাঁর কাছে অনুপ্রেরণাও। এর আগেও বহু ছবিতে প্রশংসনীয় অভিনয় করেছেন আয়ুষ্মান। 'ভিকি ডৌনর' থেকে 'বালা', 'বধাই হো' থেকে 'দম লাগা কে হ্যায়সা', এছাড়াও 'অন্ধাধুন'-এর মতো আরও কিছু ছবিতে অভিনয় করে দর্শক এবং সমালোচকদের প্রশংসা আদায় করে নেন তিনি। কেন তিনি এই ধরনের ছবি নিজের জন্য বেছে নেন? ছবি নির্বাচনের আগে চরিত্র নাকি বক্স অফিস, কোন দিকটায় আগে নজর দেন আয়ুষ্মান খুরানা?


সম্প্রতি এক সাক্ষাৎকারে নতুন ছবি 'চণ্ডীগড় করে আশিকি'র এই সাফল্য এবং বলিউডের অন্দর থেকে আসা প্রশংসার সম্পর্কে কথা বলতে গিয়ে গোপন কথা জানালেন আয়ুষ্মান খুরানা। জানালেন, ছবি নির্বাচনের সময় কোন বিষয়টায় বেশি প্রাধান্য দেন তিনি। আয়ুষ্মান বলেন, 'বলিউডে আমার আত্মপ্রকাশ হয় 'ভিকি ডোনর' ছবি দিয়ে। প্রথম ছবি থেকেই আমি কখনও বক্স অফিস কালেকশনের কথা মাথায় রেখে ছবি নির্বাচন করিনি। সামাজিক ক্ষেত্রে দীর্ঘদিন ধরে চলে আসা কিছু সংস্কার বা ছুৎমার্গ ভাঙার উদ্দেশ্য যে ছবিতে রয়েছে, তেমন ছবিই বেছে নেওয়ার চেষ্টা করেছি। আমার মনে হয়, আমাদের দেশে এমন ছবি আরও বেশি করে তৈরি হওয়া প্রয়োজন। 'চণ্ডীগড় করে আশিকি' ছবিটিও তেমনই। আর এই ছবির জন্য আমি নিজেও গর্ববোধ করি।'


আরও পড়ুন - Vicky-Katrina Wedding: বিয়ে মিটতেই হনিমুন, কবে মুম্বই ফিরবেন ভিকি-ক্যাটরিনা?


'চণ্ডীগড় করে আশিকি' ছবিটি পরিচালনা করেছেন অভিষেক কপূর। পরিচালকের প্রসঙ্গে আয়ুষ্মান বলেন, 'অভিষেক কপূরের মতো একজন পরিচালকের সঙ্গী হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। আমাদের দেশের ট্রান্সজেন্ডার কমিউনিটির বিভিন্ন সমস্যার উপর আলোকপাত করে ছবি তৈরি করেছে ও। আর এই ধরনের ছবি আমার মনে হয় আরও বেশি মাত্রায় হলে, তবেই সমাজের আরও উন্নতি হবে। বক্স অফিসে কত টাকার ব্যবসা হবে, সেই চিন্তা আমার মাথায় কখনও আসে না ছবি নির্বাচনের ক্ষেত্রে। তাই এই ধরনের ছবিগুলি নির্বাচন করার সাহস আমি পাই। পরবর্তীকালেও একজন মানুষ হিসেবে সামাজিক যেকোনও সমস্যাকে তুলে ধরার চেষ্টা করব পর্দায়। আমি ছবি নির্বাচন করি যা আমার হৃদয় বলে। মনের কথা শুনে চলা মানুষ আমি। বিনোদন জগতের মানুষ হওয়ার ফলে ছবির মাধ্যমে মানুষকে বিনোদন দিতে চাই।'