পানাজি: "আমরা ভোট ভাগাভাগি করতে আসিনি।'' গোয়ায় (Goa) বললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল (TMC) নেত্রীর কথায়, "তৃণমূল বিজেপির (BJP) সঙ্গে লড়াই করছে। গোয়ায় তৃণমূলের জোট সরকার ক্ষমতায় আসবে।''
৩ দিনের সফরে গোয়ায় (Goa) মুখ্যমন্ত্রী। আজ গোয়ার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “ ভরসা থাকলে পিছনে হাঁটবেন না। আমরা ভোট ভাগাভাগি করতে আসিনি। আমরা একজোট হয়ে কাজ করতে চাই। বিজেপির (BJP) বিকল্প তৃণমূল কংগ্রেস এবং তাদের জোট। আমরা একসঙ্গে লড়াই করব। নারীশক্তির প্রসার ঘটাতে চাই। মহিলারা আমাদের লক্ষ্মী সরস্বতী। গোয়ায় জিতলে প্ল্যানিং করে দেব। বাংলায় যেমন প্ল্যানিং করে দিয়েছি। বাংলা এখন দেশের মধ্যে এক নম্বরে উঠে এসেছে। ৪০ শতাংশ বেরোজগারি কম করে দিয়েছি।
’’
গোয়ার আরও এক প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূলে যোগ দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বর্তমানে একসঙ্গে গোয়া সফরে রয়েছেন। সোমবার তাঁদের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন এনসিপি (NCP) বিধায়ক আলেমাও চার্চিল (Churchill Alemao)। তৃণমূলে তাঁর এটা দ্বিতীয় ইনিংস। ২০১৪ সালে প্রথম তৃণমূলে যোগ দেন আলেমাও চার্চিল। গোয়ায় মদন মিত্রর-র (Madan Mitra) উপস্থিতিতে সেই যোগদান পর্ব হয়েছিল। এরপর দক্ষিণ গোয়া (South Goa) লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রতীকে ভোটে লড়েন তিনি। তাঁর জামানত বাজেয়াপ্ত হয়। এরপর তৃণমূল ছেড়ে দিয়েছিলেন তিনি।
সম্প্রতি মুম্বই গিয়ে এনসিপি NCP) প্রধান শরদ পাওয়ারের (Sharad Pawar) সঙ্গে সাক্ষাৎ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই এনসিপিতেই ভাঙন ধরাল তৃণমূল। গোয়ায় এনসিপির একমাত্র বিধায়ক ছিলেন আলেমাও চার্চিল। তাঁকে তৃণমূল বিধায়ক হিসাবে বিবেচনা করার জন্য আবেদন জানিয়ে, বিধানসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছেন তিনি।
আরও পড়ুন: TMC in Goa: গোয়ায় এবার এনসিপি-তে ভাঙন ধরাল তৃণমূল, মমতার উপস্থিতিতে জোড়াফুলে প্রত্যাবর্তন চার্চিলের