মুম্বই: বিভিন্ন ধরনের বিতর্কে জড়িয়ে হামেশাই জড়িয়ে পড়েন বলিউড অভিনেত্রী রাখী সবন্ত। সম্প্রতি ঋষি বাল্মিকী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে বিতর্ক তৈরি করেছেন তিনি। এই ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। তিনি গ্রেফতার হয়েছেন বলেও কয়েকদিন আগে রটে গিয়েছিল। কিন্তু রাখীর দাবি, এ সবের বিন্দুবিসর্গও তিনি জানেন না।
সংবাদমাধ্যমকে রাখী বলেছেন, খবরে জানলাম, আমি গ্রেফতার হয়ে গিয়েছি, আমার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে, গ্রেফতারি পরোয়ানাও বেরিয়েছি।
রাখীর দাবি, তিনি জানতেনই না যে পঞ্জাব পুলিশ তাঁকে খুঁজছে। তিনি বলেছেন, আমি খুবই বিস্মিত। আমি কিছুই জানতাম না। পুলিশ আমার বাড়িতে আসেনি। কোনও পরোয়ানাও পাইনি। সবচেয়ে বড় কথা, আমার বিরুদ্ধে যে মামলা দায়ের হয়েছে, তাই-ই জানতাম না।
উল্লেখ্য, অভিযোগকারী রাখীর বিরুদ্ধে বাল্মিকী সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগ আহত করার অভিযোগ করেছেন।
দুই দিন আগে পঞ্জাব পুলিশের একটি দল রাখীকে গ্রেফতার করতে মুম্বইতে এসেছিল। কিন্তু রাখীকে খুঁজে না পেয়ে ওই দল ফিরে যায়। পুলিশ আগামী ১০ এপ্রিল মামলায় তাদের তদন্ত রিপোর্ট আদালতে পেশ করবে।
রাখী এই মামলায় নিজের আত্মপক্ষ সমর্থনের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেছেন, মামলার কথা শুনেই তিনি বাঙ্গুর নগর ও আশিওয়ারা থানায় গিয়ে ওয়ারেন্ট সম্পর্কে খোঁজখবর করেছিলেন। কিন্তু পুলিশ এ ধরনের কোনও পরোয়ানা থাকার কথা অস্বীকার করে বলে রাখীর দাবি।
রাখী তাঁর মন্তব্যে বাল্মিকী সম্প্রদায়ের ভাবাবেগ আহত হওয়ায় ক্ষমা প্রার্থনা করেছেন।তিনি বলেছেন, আমি তো শুধু ছোটবেলায় যে সব পড়েছি, তার থেকে বাল্মিকীর উদাহরণ দিয়েছিলাম। কারুর ভাবাবেগ আহত করার কোনও উদ্দেশ্য ছিল না।
রাখীর দাবি, মিকা সিংহর সঙ্গে বাল্মিকীর তুলনা করার পর থেকেই তাঁকে হুমকি দেওয়া হচ্ছে।