কলকাতা: জয়দেব মন্ডলের পরিচালনায় বাংলা ছবিতে পা রাখছেন দুই নতুন অভিনেতা অভিনেত্রী । রোহান গামামীর ও ব্রততী পাল । ছবির সুরের দায়িত্বে থাকছেন বিনোদ রাঠোর । ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন পার্থসারথী চক্রবর্তী, দেবাশিষ গঙ্গোপাধ্যায়, অভীক ভট্টাচার্য, রাজু মজুমদার ও অন্যান্য অভিনেতারা । অন্যদিকে, ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শিশুশিল্পী ইউহান খান, অঙ্গীরা ভট্টাচার্য ও ডান্স ডান্স জুনিয়র-এর সঞ্চালক লাড্ডু। ছবির নাম 'দিশাহীন মন আমার' । ইতিমধ্যেই প্রায় শেষ হয়ে গিয়েছে ছবির শ্যুটিং ।
ছবির গল্প কিছুটা এরকম, স্কুল জীবনে মা-বাবাকে দুর্ঘটনায় হারায় অভি । আর তারপরে রাস্তায় মাউথঅর্গান বাজিয়ে দিন কাটাতে শুরু করে সে । এই সময় তার বন্ধুত্ব হয় অমৃতার সঙ্গে । অমৃতা একটি প্রতিষ্ঠিত বাড়ির ধনী লোকের মেয়ে । সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে বাড়তে থাকে এই বন্ধুত্বের গভীরতা । অভি অমৃতাকে মাউথঅর্গানে গান বাজাতে শেখায় এবং অমৃতা তাকে পড়াশোনা শেখায় ।
আরও পড়ুন: New Web Series: 'বল্লভপুর' থেকে ফিরেই 'অলক্ষ্মী'-দের সঙ্গে গোয়ায় পাড়ি দিলেন দেবরাজ
কিন্তু এর কিছুদিন পরেই অমৃতা দেশের বাইরে চলে যায় পড়াশোনা করতে । সময় যায়, অভিকে এক নিঃসন্তান বাবা-মা নিজের ছেলে হিসাবে দত্তক নেন । বড় হয়ে অভি এবং অমৃতা একই কলেজে ভর্তি হয়, কিন্তু অজান্তেই । গল্প মোড় নেয় নতুন দিকে ! কোনদিকে যাবে অভি আর অমৃতার জীবন কাহিনী ? দুজনের কি ছোটবেলার বন্ধুত্ব পূর্ণতা পাবে ? এই সবকিছু নিয়ে ছবি "দিশাহীন মন আমার" ।
ছবির শ্যুটিং হয়েছে কলকাতার বাইরেই । ইতিমধ্যে ছবির শ্যুটিং প্রায় শেষের পথে। ছবিটি মুক্তি পাবে "নটরাজ প্রোডাকশন ক্রিয়েশন" এর ব্যানারে। ছবির প্রযোজক অভিজ্ঞান ভট্টাচার্য । চলতি বছরেই মুক্তি পাবে এই ছবি । পরিচালকের আশা, এই ছবির হাত ধরে বাংলা ইন্ডাস্ট্রি পাবে দুই নতুন অভিনেতা অভিনেত্রীকে। ছবির সাফল্য নিয়ে আশায় পরিচালক-প্রযোজক।
অন্যদিকে লাড্ডু এর আগে 'কিশমিশ' ছবিতে ছোট একটি চরিত্রে অভিনয় করেছিল। এরপর এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তাকে।