কলকাতা: চার বন্ধু একসঙ্গে গোয়া যাবে.. এই পরিকল্পনা ছিল ছোটবেলা থেকে। শেষমেষ এক বন্ধুর ব্যাচেলার পার্টিতে চার বন্ধু মিলে সফর শুরু হল। কিন্তু নেহাত সরলরেখায় চলল না চার বন্ধুর এই যাত্রা। বাড়ি থেকে বাধা, ঘটনার ঘনঘটা, সব পেরিয়ে তৈরি হল 'অলক্ষ্মী'-দের গল্প। আজ মুক্তি পেল 'অলক্ষ্মীজ ইন গোয়া'-র ট্রেলার।
জয়দীপ বন্দ্যোপাধ্যায়ের পরিচালিত এই সিরিজে রয়েছেন, প্রিয়ঙ্কা মন্ডল (Priyanka Mondal), প্রিয়ঙ্কা ভট্টাচার্য (Priyanka Bhattacharyya), অনুরাধা মুখোপাধ্যায় (Anuradha Mukherjee) ও আভেরি সিংহ রায় (Abheri Singha Roy)। এছাড়াও এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দেবরাজ ভট্টাচার্য্য (Devraj Bhattacharyya)।
সদ্য 'বল্লভপুরের রূপকথা' (Ballavpurer Rupkotha)-তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন দেবরাজ। এবার ক্লিক ওটিটি প্ল্যাটফর্মের এই সিরিজে দেখা যাবে তাঁকে।
আরও পড়ুন: Pathaan: 'পাঠান'-এর জন্য জুজুৎসু শিখেছেন শাহরুখ, কাঁধে কাঁধ মিলিয়ে অ্যাকশন দীপিকারও!
সিরিজের গল্প অনুযায়ী, তিতাস, বর্ষা, হৈ আর রণিতা ছোটবেলা থেকেই বন্ধু৷ মফস্বলের জল হাওয়ায় বড় হয়ে ওঠা চারজন সাধারণ মেয়ে যাদের ছোটবেলা থেকে পরিবার, সমাজ, সকলে 'অলক্ষ্মী' বলে ডেকেছে। ওদের দস্যিপনা স্কুল পেরিয়ে কলেজ এবং তারও পরে সকলের কাছেই ছিল প্রসিদ্ধ। দেশের আপামর বলিউড প্রেমীদের মত ওরাও 'দিল চাহতা হ্যায়' দেখে ঠিক করেছিল বড় হয়ে তিতাসের ব্যাচেলারেটে গোয়া যাবে৷
শেষমেশ অলক্ষ্মীরা, অর্থাৎ তিতাস, রণিতা, হৈ এবং বর্ষা, পারবে কি তাদের বন্ধুত্বের সমাবর্তন উদযাপন করতে? ওরা কি আদৌ ফিরতে পারবে কলকাতায়, আপনজনেদের কাছে? 'ডার্ক কমেডি'র মোড়কে নির্মিত 'অলক্ষ্মীজ ইন গোয়া'য় মিলবে সব প্রশ্নের উত্তর।
২২ জানুয়ারি থেকে স্ট্রিমিং শুরু হবে এই সিরিজের।