কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) জন্মদিনে নতুন ছবির পোস্টার প্রকাশ্যে আনলেন টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee)। তাঁর আগামী ছবি 'কলকাতা ৯৬'-এর (Kolkata 96) পোস্টার মুক্তি পেল আজ নেট মাধ্যমে। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবির পোস্টার শেয়ার করেছেন। তার সঙ্গে কেন এই ছবির এমন নাম, তাও জানিয়েছেন তিনি।


রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের পরিচালিত ছবির পোস্টার-


এদিন টলিউড তারকা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আগামী ছবির পোস্টার শেয়ার করেছেন। পোস্টারটি তাঁর পরিচালিত ছবি 'কলকাতা ৯৬'-এর। এদিন রাহুল তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে লিখেছেন, 'দাদার ৫০তম জন্মদিনে আজ আমাদের সিনেমার লোগো লঞ্চ করছি আমরা। অনেকেই জিজ্ঞাসা করেছেন, কলকাতা ৯৬ কেন? উত্তর আপনাদের সামনে।' প্রসঙ্গত, রাহুল বন্দ্যোপাধ্যায় পরিচালিত 'কলকাতা ৯৬' ছবিটি রানা সরকা নিবেদিত এবং দাগ ক্রিয়েটিভ মিডিয়া ও লর্ড অফ দ্য ইউনিভার্স প্রযোজিত। ছবির পোস্টার থেকেই জানা যাচ্ছে সেটি আগামী বছর জানুয়ারিতে মুক্তি পাবে। তবে, মুক্তির দিন ঘোষণা করা হয়নি এখনও। পাশাপাশি ছবিতে কারা অভিনয় করছেন, সে সম্পর্কেও এখনও কিছু জানা যায়নি।



প্রসঙ্গত, বড় পর্দা ও ছোট পর্দা, উভয়ক্ষেত্রেই চুটিয়ে কাজ করছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে তাঁর হাতে বেশ কয়েকটি ছবির কাজ রয়েছে। এছাড়াও ছোট পর্দার তিনি অত্যন্ত পরিচিত মুখ। তাঁর অভিনীত ধারাবাহিক 'লালকুঠি' (Lalkuthi) ইতিমধ্যেই দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। রাহুলের বিপরীতে এই ধারাবাহিকে দেখা যাচ্ছে রুকমা রায়কে (Ruqma Ray)।


আরও পড়ুন - Top Entertainment News Today: একঝলকে বিনোদন জগতের সেরা খবরগুলি


অন্যদিকে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে (Sourav Ganguly Birthday) তাঁকে শুভেচ্ছা জানিয়ে ছবির নতুন মুক্তির দিন ঘোষণা করলেন পরিচালক পাভেল এবং তাঁর টিম। পাভেলের আগামী ছবি 'কলকাতা চলন্তিকা' (Kolkata Chalantika) মুক্তি পাবে আগামী ২৬ অগাস্ট। মাদার টেরেসার জন্মদিনে এই ছবি মুক্তি পাবে। যদিও সেটি মুক্তি পাওয়ার কথা ছিল ১৫ জুলাই। প্রযোজনা সংস্থার সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিশেষ একটি ভিডিও পোস্ট করা হয়। যেখানে 'কলকাতা চলন্তিকা' ছবির পরিচালক থেকে অভিনেতা - অভিনেত্রীরা সৌরভ গঙ্গোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন দেখা যায়। সেখানে ছিলেন অপরাজিতা আঢ্য (Aparajita Adhya), রজতাভ দত্ত (Rajatabha Dutta), কিরণ দত্ত (Kiran Dutta), সৌরভ দাস (Sourav Das) ও আরও অনেকে। বিশেষ এই দিনেই ছবির নতুন মুক্তির দিন ঘোষণা করা হয়।