কলকাতা: শুরু হল শিলাদিত্য মৌলিকের (Shiladitya Maulick)-এর নতুন ছবি, 'কে প্রথম কাছে এসেছি' (Ke Prothom Kache Asechi) ছবির শ্যুটিং। মূলত অরুণাচলে হবে এই গল্পের শ্যুটিং। ছবির মুখ্যভূমিকায় রয়েছেন বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee), মধুমিতা সরকার (Madhumita Sircar), দর্শনা বণিক (Darshana Banik)। 


আজ সোশ্যাল মিডিয়ায় এই ছবির শ্যুটিং শুরুর খবর ও ক্ল্যাপস্টিকের ছবি শেয়ার করে নিয়েছেন বিক্রম নিজেই। আর সেই ক্ল্যাপস্টিকের পিছনে দেখা যাচ্ছে মেঘে ঢাকা পাহাড়ের অপূর্ব দৃশ্য। অন্যদিকে দর্শনাও শেয়ার করে নিয়েছেন পাহাড়ের ছবি। শোনা যাচ্ছিল, এই ছবিতে দেখা যাওয়ার কথা ছিল রাজনন্দিনী পালকে। তবে, সম্ভবত তার বদলেই এই ছবিতে জায়গা করে নিয়েছেন দর্শনা। আর আজ থেকে শুরু হয়ে গেল ছবির শ্যুটিংও। 


এর আগে, 'কুলের আচার' ছবিতে দেখা গিয়েছিল বিক্রম ও মধুমিতার জুটিকে। তাঁদের জুটি বেশ প্রশংসিত হয়েছিল। ফের একবার এই ছবিতে জুটি হিসেবে দেখা যাবে তাঁকে। অন্যদিকে, সম্প্রতি মুক্তি পেয়েছে বিক্রমের নতুন ছবি 'শহরের উষ্ণতম দিনে' (Sohorer Ushnotomo Dine)। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা গিয়েছে শোলাঙ্কি রায় (Solanki Roy)-কে। এছাড়াও এই ছবিতে রয়েছেন, অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee), অনামিকা চক্রবর্তী (Anamika Chakraborty) ও অন্যান্যরা। 


অন্যদিকে, মুক্তির অপেক্ষায় মধুমিতার নতুন ছবি 'চিনি ২' (Cheeni 2)। পারিবারিক ড্রামা, একে অপরের সঙ্গে সম্পর্ক, সেই সম্পর্কের টানাপোড়েন, ইতিবাচকতা, বাস্তবতা, এই সবকিছুই মানুষকে 'চিনি'র প্রতি আকৃষ্ট করেছিল। এবার ফের এক ফ্রেমে মৈনাক ভৌমিক নিয়ে আসতে চলেছেন অপরাজিতা আঢ্য (Aparajita Adhya) ও মধুমিতা সরকারকে (Madhumita)। মধ্যবয়সী মা 'মিষ্টি'র চরিত্রে অপরাজিতা। অন্যদিকে অল্পবয়সী, চনমনে মেয়ে 'চিনি'র চরিত্রে মধুমিতা সরকার। এই ছবিতে দেখা যাবে স্বামী শুভর সঙ্গে থাকেন মিষ্টি। তাঁর স্বামীর চরিত্রে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে (Anirban Chakrabarti)। এছাড়াও দেখা যাবে 'প্রেম টেম' খ্যাত নায়ক সৌম্য মুখোপাধ্যায়কে (Soumyo Mukherjee)। তাঁর চরিত্রের নাম 'স্যামি'। 'প্রসেনের দলবল'-এর (Prasen er Dolbol) সঙ্গীত পরিচালনায়, মধুরা পালিতের (Modhura Palit) সিনেম্যাটোগ্রাফিতে বড়পর্দায় ফিরছে 'চিনি'। মার্চ মাসেই হয়ে গিয়েছিল এই ছবির শ্যুটিং। ১১ অগাস্ট বড়পর্দায় মুক্তি পাবে 'চিনি ২'। 


 






আরও পড়ুন: Dharmendra-Shabana: পর্দায় ঘনিষ্ঠ ধর্মেন্দ্র-শাবানা, কী প্রতিক্রিয়া ছিল হেমা মালিনীর?