কলকাতা: ফের বড়পর্দায় জুটি বাঁধতে চলেছেন বনি সেনগুপ্ত (Bonny Sengupta) ও কৌশানী মুখোপাধ্যায় (Koushani Mukherjee)। ছবির নাম 'অন্তর্জাল' (Antarjaal)। সাসপেন্স ড্রামা (suspense drama) ঘরানার এই ছবি। পরিচালনার দায়িত্বে প্রার্জুন মজুমদার (Prarjun Majumder)।
সাসপেন্স ড্রামা 'অন্তর্জাল'
টলিউডের অন্যতম জনপ্রিয় 'রিয়েল লাইফ' জুটি বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়। তাঁদের ফের একসঙ্গে দেখা যাবে ছবিতে। এবার সাসপেন্স ড্রামা ঘরানার ছবি 'অন্তর্জাল'। প্রার্জুন মজুমদারের পরিচালনায় ছবির প্রযোজনার দায়িত্বে পাণ্ডে মোশন পিকচার্সের ব্যানারে মুকেশ পাণ্ডে। ছবির স্ক্রিনপ্লে লিখেছেন অনুভব ঘোষ।
এই ছবি বলবে লহরীর গল্প। সে পেশায় একজন লেখিকা। তাঁর স্বামী অপূর্ব। সুখের সংসারে ছন্দপতন হয় যখন তাঁদের প্রথম বিবাহবার্ষিকীতে অপূর্ব নিখোঁজ হয়ে যায়। এরপরের ঘটনাগুলো হল অপূর্বকে খোঁজার নিবিড় অনুসন্ধান এবং তাকে খুঁজে বের করার জন্য নিখোঁজ সূত্রে একে একে যোগ করা।
'অন্তর্জাল' আবেগ, ভালবাসা এবং স্নেহের গল্প এবং একইসঙ্গে এটি প্রতিশোধ এবং সম্পর্কের গল্প। এই ছবির গল্প আজকের সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে বেশ প্রাসঙ্গিক যেখানে মহামারীর সময়ে বাড়ির ভিতরেই একাধিক অপরাধমূলক ঘটনা ঘটছে এবং যার কোনও হিসাবই করা হয় না। এছাড়াও এই ছবিটি অতিমারীর পরে সাধারণ মানুষের কঠিন জীবনের উপর আলোকপাত করে যখন অনেক মানুষের অর্থনৈতিক অবস্থা এবং নিজেদের মধ্যে সম্পর্ক উভয়ই মহামারীর কারণে ভেঙেচুরে নষ্ট হয়ে গেছে।
আরও পড়ুন: Tirandaj Shabor Teaser Poster: চার বছর পর আসছে শবর, প্রকাশ্যে 'তীরন্দাজ শবর'-এর টিজার পোস্টার
মূল চরিত্রে বনি-কৌশানী
বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়কে এই ছবিতে যথাক্রমে অপূর্ব ও লহরীর চরিত্রে দেখা যাবে। অন্যান্য মুখ্য চরিত্রে দেখা যাবে প্রান্তিক বন্দ্যোপাধ্যায় ও সৌমাল্য দত্তকে। পরিচালকের কথায়, 'এটা আমার খুব মনের কাছের কাজ। 'অন্তর্জাল'কে নিখুঁত করতে আমি প্রচুর গবেষণা করেছি এবং আমার ভাই মুকেশ পাণ্ডের কাছে ওঁর সহায়তার জন্য আমি চিরকৃতজ্ঞ।'