মুম্বই: নতুন রূপে পর্দায় দেখা যেতে চলেছে 'কৃষ্ণকলি' খ্যাত তিয়াষা রায়কে (Tiyasha Roy)। এবার তিনি বলতে আসছেন অন্য ধরনের গল্প। পোশাক নয়, মেধাটাই যে আসল, সেই গল্পই দেখা যাবে নতুন ধারাবাহিকে (New Bengali Serial)। আসছে নতুন ধারাবাহিক 'বাংলা মিডিয়াম' (Bangla Medium)।


'বাংলা মিডিয়াম'-এর গল্প নিয়ে আসছেন 'কৃষ্ণকলি' খ্যাত তিয়াষা-


এদিন সম্প্রচারিত চ্য়ানেলের পক্ষ থেকে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তিয়াষা রায়কে। পরনে হাওয়াই চটি। আটপৌরে শাড়ি। মাথায় দুপাশে দুটো বিনুনি। বাংলা মিডিয়ামের ছাত্রী হয়ে কলকাতার সেরা স্কুলে শিক্ষিকা হতে আসার গল্প বলতে আসছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে লেখা হয়েছে, 'বাংলা মিডিয়াম তাতে কী? নিজের মেধার জোরে কলকাতার সেরা স্কুলে শিক্ষিকা হিসেবে জায়গা করে নিতে আসছে ইন্দিরা'। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে নীল ভট্টাচার্যকে। জানা যাচ্ছে, আগামী ১২ ডিসেম্বর থেকে সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। বাংলা মিডিয়ামে পড়া ইন্দিরার  কলকাতার সেরা স্কুলে শিক্ষিকা হিসেবে জায়গা করে নেওয়ার গল্প দেখার জন্য চোখ রাখতে হবে টিভির পর্দায়। 'বাংলা মিডিয়াম' ধারাবাহিকটি দেখা যাবে স্টার জলসায়।



" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">


আরও পড়ুন - Manush: আসছে জিতের নতুন ছবি 'মানুষ', বিপরীতে নায়িকা কে?




" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">